#ওয়াশিংটন: হিন্দু দেবদেবীদের ছবি দেওয়া কম্বল ও জুতো বিক্রি করে বিতর্কে ই-কমার্স সংস্থা অ্যামাজন৷ শুধু জুতো, কম্বলেই থেমে থাকেনি, টয়লেট সিট কভার-সহ একাধিক পণ্যে হিন্দু দেবদেবীদের ছবি ব্যবহার করেছে অ্যামজন৷ সংস্থার এই কাজে বৃহস্পতিবার তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
ট্যুইটারে ট্রেন্ডিং #BoycottAmazon৷ কেউ কেউ অ্যামাজনের ওই পণ্যের ছবি দিয়ে পোস্ট করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন৷ বহু নেটিজেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, অ্যামাজনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার৷ তবে এ বিষয়ে অ্যামাজন-এর তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷
২০১৭ সালে ভারতের পতাকা পণ্যে ব্যবহার করে বিস্তর সমালোচনার মুখে পড়েছিল অ্যামাজন৷ সে বার সুষমা স্বরাজ অ্যামাজন-কে হুঁশিয়ারি দিয়েছিলেন, সংস্থা যদি অবিলম্বে এই পণ্যগুলি তাদের ওয়েবসাইট থেকে না-তোলে, তা হলে ভারতে অ্যামাজনের কর্মীদের ভিসা বাতিল করা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amazon, Sushma Swaraj