হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহপত্র বেশ কয়েকটি সংস্থার, এগিয়ে টাটা গোষ্ঠী

এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহপত্র বেশ কয়েকটি সংস্থার, এগিয়ে টাটা গোষ্ঠী

File Photo

File Photo

এআই কিনতে ইতিমধ্যেই জমা পড়েছে একাধিক দরপত্র ৷ তাদের মধ্যে টাটা গোষ্ঠীও রয়েছে বলে সূত্রের খবর ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: এয়ার ইন্ডিয়া কিনতে এবার উঠে পড়ে লাগতে পারে টাটা গোষ্ঠী ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া কেনার নিলামে দর হাঁকাতে পারে টাটা সন্স ৷ এআই কিনতে ইতিমধ্যেই জমা পড়েছে একাধিক দরপত্র ৷ তাদের মধ্যে টাটাও রয়েছে বলে সূত্রের খবর ৷ তবে টাটারা একাই আগ্রহ দেখিয়েছে, নাকি আর কোনও সংস্থার সঙ্গে জোট বেঁধে, সেটা এখনও স্পষ্ট নয় ৷

সরকারের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া নিলামের আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ২৯ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে। তবে সেই দিন প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভুক্ত নিলামে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করবে সরকার। এয়ার ইন্ডিয়াকে বিক্রির চেষ্টা গত দু’বছর ধরেই চলছে ৷ এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এআইস্যাটস-এর ১০০ শতাংশ বেসরকারিকরণের পথেই হাঁটছে সরকার ৷

টাটার পাশাপাশি আদানি, হিন্দুজা গ্রুপের নামও উঠে আসছে ৷ রাষ্ট্রায়ত্ব এই বিমান সংস্থা কিনতে কোমর বেঁধে নেমেছেন সংস্থার কর্মীরাও ৷ আমেরিকার লগ্নি সংস্থা ইন্টারআপসের সঙ্গে জোট বেঁধেছেন তাঁরা ৷ যৌথ উদ্যোগে এয়ার ইন্ডিয়া কেনা হলে সংস্থার ৫১ শতাংশ মালিকানা থাকবে কর্মীদের হাতে ৷ বাকি অংশ ইন্টারআপসের ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Air India