#মুম্বই: ভারতে বিদেশি বিনিয়োগকারীদের কাছে রিলায়েন্সই যে সবচেয়ে ভরসার জায়গা, তা ফের প্রমাণ হল ৷ রিলায়েন্স রিটেল ও জিও প্ল্যাটফর্মে একের পর এক বিনিয়োগ ৷ RRVL-এ ৫৫১২.৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আবু ধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট সংস্থা আদিয়া ৷ রিলায়েন্স রিটেলের ১.২০ শতাংশ শেয়ার কিনছে তারা ৷ এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেলে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ ৩৭৭১০ কোটি টাকা ৷
এর জেরে রিলায়েন্স রিটেল-এর প্রি-মানি ইক্যুইটি ভ্যালু একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা ৷ ভারতের রিটেল ব্যবসায় সবচেয়ে বড় ও দ্রুত বেড়ে চলা সংস্থা রিলায়েন্স রিটেল৷ দেশজুড়ে সংস্থার ১২ হাজার স্টোর৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘‘আদিয়া বিনিয়োগের মাধ্যমে ভারতের রিটেল সেক্টরকে অন্য উচ্চতায় নিয়ে যাবে৷ এটা ট্র্যাক রেকর্ড অত্যন্ত সমৃদ্ধশালী ৷’’
তেল থেকে টেলিকম-- দেশের গর্ব তথা বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর রিটেল ব্যবসা দ্রুত এগিয়ে চলছে ৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ালমার্টের ফ্লিপকার্টকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স ৷ গত মে মাসে রিলায়েন্স অনলাইন গ্রসারি পরিষেবা JioMart লঞ্চ করে৷ এই মুহূর্তে রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় রিটেল সংস্থা ৷
আরআরভিএল-এর শাখা সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেড সংগঠিত খুচরো ক্ষেত্রে ভারতের বৃহত্তম, দ্রুততম হারে বর্দ্ধিত এবং সবথেকে মুনাফাজনক সংস্থা। সুপারমার্কেট থেকে শুরু করে কনজিউমর ইলেকট্রনিক্স চেইন বিপণি, পাইকারি ব্যবসা, ফ্যাশন আউটলেট এবং অনলাইন মুদিখানা বিপণি জিওমার্ট পরিচালনা করে তারা। দেশের প্রায় ৭,০০০ শহরে তাদের ১২,০০০-এর কাছাকাছি বিপণি রয়েছে। ফিউচার গোষ্ঠীর পাইকারি ও খুচরো ব্যবসা কিনে নেওয়ার পরে ভারতের সংগঠিত খুচরো ব্যবসা ক্ষেত্রের এক-তৃতীয়াংশ মুকেশ আম্বানির দখলে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।