হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
করোনা আক্রান্তদের প্রাণ বাঁচাতে পারে এই ওষুধ !

করোনা আক্রান্তদের প্রাণ বাঁচাতে পারে এই ওষুধ !

স্টেরয়েড একটি সস্তা এবং সহজলভ্য ওষুধ ৷ এবং পরীক্ষায় পাওয়া গিয়েছে ডেক্সামেথাসোন (Dexamethasone) নামের এই ওষুধটি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে ইতিমধ্যেই সাহায্য করেছে।

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: কোর্টিকোস্টেরয়েড ওষুধের সাহায্যে কোভিড ১৯ আক্রান্তের চিকিৎসা করলে মৃত্যুর সম্ভাবনা প্রায় ২০ শতাংশ কমে যায় ৷ একটি সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই দাবি করা হচ্ছে৷ হাইড্রোকোর্টিসন, ডেক্সামেথাসোন, মেথিলপ্রেডিসোলনের আলাদা আলাদা পরীক্ষার তথ্য একত্র করে জানা গিয়েছে স্টেরয়েড করোনায় আক্রান্ত সঙ্কটজনক রোগীদের সুস্থ করতে অনেকটাই সাহায্য করে ৷ করোনার চিকিৎসায় স্টেরয়েড প্রয়োগের ‘সুফল’ সম্পর্ক তথ্য আগেই উঠে এসেছে ৷ WHO ক্লিনিক্যাল কেয়ার লিড জ্যানেট ডিয়াজ সোশ্যাল মিডিয়া লাইভ ইভেন্টে জানিয়েছেন, প্রমাণ পাওয়া গিয়েছে যে কোর্টিকোস্টেরয়েড দিলে প্রতি ১০০০ রোগীর মধ্যে ৮৭ কম জনের মৃত্যু হয়েছে ৷

ব্রিটনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর জনাথন স্টার্ন জানিয়েছেন, ‘স্টেরয়েড একটি সস্তা এবং সহজলভ্য ওষুধ ৷ এবং পরীক্ষায় পাওয়া গিয়েছে ডেক্সামেথাসোন (Dexamethasone) নামের এই ওষুধটি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে ইতিমধ্যেই সাহায্য করেছে। ’ তিনি আরও জানিয়েছেন, ব্রিটেন, ব্রাজিল, চিন, ফ্রান্স, কানাডা, স্পেন ও আমেরিকায় বিজ্ঞানীদের তরফে করা রিসার্চে লাগাতার একটি তথ্য উঠে এসেছে ৷ রিসার্চে দেখা গিয়েছে, বয়স, লিঙ্গ বা কত সময় ধরে অসুস্থ এই সমস্ত কিছুর উপর নির্ভর না করে এই ড্রাগস অত্যন্ত সঙ্কটজনক রোগীদের কাজে লেগেছে ৷

ডেক্সামেথাসোন (Dexamethasone) একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এবং জানিয়েছেন, এই স্টেরয়েড প্রয়োগ করে ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যুর হার কমানো গিয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Coronavirus