• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • দু’মাসেরও কম সময়ে আটটি মেগা ডিল ! ৯৭,৮৮৫.৬৫ কোটি টাকা এল Jio-র ঘরে

দু’মাসেরও কম সময়ে আটটি মেগা ডিল ! ৯৭,৮৮৫.৬৫ কোটি টাকা এল Jio-র ঘরে

লকডাউনের মধ্যে একের পর এক চমক দেখিয়েছে রিলায়েন্স জিও ৷ আনলক শুরু হতেও জিও ম্যাজিক অব্যাহত।

লকডাউনের মধ্যে একের পর এক চমক দেখিয়েছে রিলায়েন্স জিও ৷ আনলক শুরু হতেও জিও ম্যাজিক অব্যাহত।

লকডাউনের মধ্যে একের পর এক চমক দেখিয়েছে রিলায়েন্স জিও ৷ আনলক শুরু হতেও জিও ম্যাজিক অব্যাহত।

 • Share this:

  #মুম্বই: জিও ম্যাজিক যেন থামছেই না। গতকাল, রবিবার জিও-তে ৫৬৮৩.৫০ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করে আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (ADIA) ৷ এই নিয়ে দু’মাসেরও কম সময়ের মধ্যে আটটি মেগা ডিল ৷ পরপর এতগুলি বিদেশি বিনিয়োগের নজির এর আগে কোনও সংস্থার রয়েছে, বলে মনে করা কঠিন ৷

  লকডাউনের মধ্যে একের পর এক চমক দেখিয়েছে রিলায়েন্স জিও ৷ আনলক শুরু হতেও জিও ম্যাজিক অব্যাহত। অধিকাংশ সংস্থাই যখন ব্যবসায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন দেশের সবচেয়ে সম্ভাবনাময় ব্র্যান্ড হিসেবে বিশ্ববাজারে উঠে আসছে রিলায়েন্স জিও।

  এর আগে একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান দু-দুটি মেগা ডিল করেছিল জিও । প্রথমে আবুধাবির ইনভেস্টমেন্ট ফান্ড। তার পরপরই মার্কিন লগ্নি সংস্থা সিলভার লেক দ্বিতীয় দফায় জিও-প্ল্যাটফর্মে লগ্নি করে। নতুন করে ৪ হাজার ৫৪৭ কোটি টাকা ঢালার কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ফান্ড সংস্থা। এর আগে গত ৪ মে জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা লগ্নি করে সিলভার লেক।

  জিও ম্যাজিক যেন থামছেই না। জিও-তে যে বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে লগ্নি করেছে তাদের মধ্যে রয়েছে ফেসবুক (৪৩,৫৭৩.৬২ কোটি টাকা), সিলভার লেক পার্টনার্স (৫৬৫৫.৭৫ কোটি টাকা), ভিস্তা ইক্যুইটি পার্টনার্স (১১,৩৬৭ কোটি টাকা), জেনারেল অ্যাটলান্টিক (৬৫৯৮.৩৮ কোটি টাকা), কেকেআর (১১,৩৬৭ কোটি টাকা), মুবাডালা (৯০৯৩ কোটি টাকা), সিলভার লেক (৪,৫৪৭ কোটি টাকা)-র এবং আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-র এ দিনের ৫৬৮৩.৫০ কোটি টাকার বিনিয়োগ৷ এই সমস্ত বিনিয়োগের পর জিও-তে সর্বমোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াল ৯৭,৮৮৫.৬৫ কোটি টাকা বা ১২.৯৬ বিলিয়ন মার্কিন ডলার ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: