হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
বর-কনের বিয়ের পোশাক ভাড়া পাওয়া যায় এই দোকানে! লাখ টাকার জামা মিলবে কয়েক হাজারে

বর-কনের বিয়ের পোশাক ভাড়া পাওয়া যায় এই দোকানে! লাখ টাকার জামা মিলবে কয়েক হাজারে

বর-কনের বিয়ের পোশাক ভাড়া পাওয়া যায় এই দোকানে! লাখ টাকার জামা মিলবে কয়েক হাজারে

বর-কনের বিয়ের পোশাক ভাড়া পাওয়া যায় এই দোকানে! লাখ টাকার জামা মিলবে কয়েক হাজারে

উত্তরপ্রদেশের সাহারানপুরের এক অত্যাধুনিক ব্যবসা শুরু করেছেন এক ব্যবসায়ী।

  • Local18
  • Last Updated :
  • Share this:

 লখনউ: উত্তরপ্রদেশের সাহারানপুরের এক অত্যাধুনিক ব্যবসা শুরু করেছেন এক ব্যবসায়ী। এই ব্যবসা থেকেই  লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে তাঁর।  সাহারানপুরের বাসিন্দা দীনেশ অরোরা এবং তার স্ত্রী নীলম অরোরা শুরু করেছেন বিয়ের পোশাক ভাড়া দেওয়ার ব্যবসা। দীনেশ অরোরা জানান, “বিয়ের অনুষ্ঠানে  বরের পছন্দ শেরওয়ানি ও কনের পছন্দ লেহেঙ্গা-চুনরি। নামী কোম্পানির বিয়ের পোশাক ভাড়া দিয়েই ব্যবসা শুরু করার কথা ভেবেছিলাম এবং অনেক বছর আগে শুরু করেছিলাম। এ থেকে আমরা বেশ ভাল আয় পাচ্ছি।”

দীনেশ অরোরা আরও জানান,  “এই ধরনের ব্যবসা করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।  কনের লেহেঙ্গার দাম ১৫ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকারও বেশি।  সেই লেহেঙ্গা আমরা ৪০০০  টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত ভাড়া দিয়ে থাকি। যেখানে বাজারে শেরওয়ানির দাম শুরু হয় ১৫,০০০ টাকা থেকে সেখানে বরেদের  পোশাকের জন্য ৭,০০০ থেকে ৮,০০০ টাকায় ভাড়া দেওয়া হয়।”  বিয়ের পোশাকের এই ভাড়ার দোকানে মান্যভার, নিভান্তান, ইএসএস, গ্লোবাল ইত্যাদির শেরওয়ানি এবং পিটার ইংল্যান্ড এবং মুফতির মতো নামী কোম্পানির কোট প্যান্ট পাওয়া যায়।

আরও পড়ুন: কর্মীদের জন্য পাঁচ লাখের বেশি কোম্পানি শেয়ার বরাদ্দ ইনফোসিসের

দীনেশ অরোরা জানিয়েছেন, হরিয়ানার আম্বালা শহরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাঁর এই ধরনের ব্যবসা করার কথা মাথায় আসে।  এখানে বর-কনের পরা কাপড় সবই ভাড়ায় নেওয়া হয়েছিল।

সুরাট, চণ্ডীগড় প্রভৃতি শহর থেকে নামী কোম্পানির লেহেঙ্গা-চুনরি, কোট-প্যান্ট এবং শেরওয়ানি কিনে এই ব্যবসা শুরু করেছে দীনেশ। এই ভাবেই চলছে আমাদের জীবিকা। তিনি জানান, কম টাকা খরচ করে এ ধরনের ব্যবসায় ভাল লাভ হয়।

সাহারানপুরের খালাসি লাইনে ‘শ্রী কৃষ্ণ লেহেঙ্গা ও শেরওয়ানি’ নামে দীনেশ অরোরার দোকান। হোয়াটসঅ্যাপ নম্বর ৮৬৩০৭-৬৩৬৭১ ।

Published by:Anulekha Kar
First published:

Tags: Uttar Pradesh