#নয়াদিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে শিক্ষা নিয়েও একাধিক ঘোষণা করেছেন ৷ লেহ-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করার ঘোষণা করা হয়েছে ৷ এছাড়া দেশে একটি উচ্চ শিক্ষা কমিশন গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷ এর সঙ্গে দেশে প্রায় ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি করা হবে ৷ আদিবাসী এলাকায় ৭৫৮টি একলব্য স্কুল খোলা হবে ৷
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে ৪ কোটি পড়ুয়াদের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে স্কিল ট্রেনিংয়ের উপরে কাজ চলছে ৷ এর মাধ্যমে মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে ভারত এবং জাপানও এক সঙ্গে একটি প্রকল্প চালাচ্ছে।
এদিন বাজেটের পর প্রধানমন্ত্রী বলেন, ২০২১-এর বাজট এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পেশ করা হয়েছে। দুনিয়া জুড়ে করোনা মানবজাতির উপর প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে এই বাজেট ভারতের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।
প্রথমবার পেপারলেস বাজেট। ডিজিটাল বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। করোনাকালে কাগজের বদলে ট্যাব থেকে বাজেট পেশ। সাংসদরা পেলেন বাজেটের সফট কপি। ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। সেই থেকে দেশে কাগজে ছাপা বাজেট পেশ। বাজেট পেপার ছাপার জন্য নর্থ ব্লকে রয়েছে আলাদা ছাপাখানা। সেখানে ১০০ আধিকারিক ও কর্মীর থাকার ব্যবস্থাও রয়েছে। বাজেট ছাপার পর সিল করা হয়। সিল করা বাজেট পেপার সংসদে পৌঁছনো পর্যন্ত ছাপাখানাতেই থাকতে হয় কর্মীদের। করোনার কারণে এবার আর বাজেট ছাপা হয়নি। প্রথমবার কাগজহীন বাজেট পেশ।