#মুম্বই: প্রশ্ন উঠেছে কেন এমনটি করলেন শাহিদ ? ব্যক্তিগত কারণ? নাকি শুধুমাত্র ‘পদ্মাবতী’ ছবির লুককে ঢাকার জন্য !
গপ্পোটা হল, সম্প্রতি মুম্বই বিমান বন্দরে মুখ ঢাকা অবস্থায় দেখা গেল শাহিদকে ৷ পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল শাহিদের মুখ ঢাকা ছবি ৷ ক্যামেরা ম্যানদের অনুরোধ শুনেও কিছুতেই মুখ দেখাতে রাজি হলেন না শাহিদ ৷ উল্টে কাপড় দিয়ে ঢেকে দিলেন মুখ !
শোনা গিয়েছে, পদ্মাবতীর লুক নিয়ে শাহিদ খুব স্পর্শকাতর ৷ ছবি মুক্তির আগে কিছুতেই প্রকাশ্যে আসতে চান না শাহিদ ৷ আর তার জন্যই শাহিদের এই মুখ ঢাকা অবস্থা ৷