#মুম্বই: তিনি আসতেই থমকে গেল সবকিছু। পোশাক আর গ্ল্যামারের ছ-টায় সকলকে পিছনে ফেরে দিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে মধ্যমণি ছিলেন বলিউড অভিনেত্রী। সব্যসাচীর পোশাকে রীতিমতো মোহময়ী লাগছিল দীপিকাকে।
কিন্তু সবাইকে ছাপিয়ে একাই রেড কার্পেট মাতালেন দীপিকা। তিনি আসতেই ক্যামেরার লেন্স তাঁর দিকে ঘুরে গেল। হওয়ারই কথা। কারণ গ্ল্যামারের উষ্ণতা ছড়িয়ে রেড কার্পেটে এলেন দীপিকা পাড়ুকোন। সব্যসাচীর পোশাকে গর্জাস দীপিকার দিকে চোখ সরাতে পারছিল না কেউই।
সব ফ্যাশন ডিজাইনারই তাঁর বন্ধু বলে জানালেন দীপিকা। তবে এদিনের সব্যসাচীর পোশাক আলাদা তৃপ্তি দিয়েছে তাঁকে। ফ্যাশন শো-তে বলিউড সেলিব্রিটিদের অভাব ছিল না। কিন্তু সবাইকে ছাপিয়ে একাই রেড কার্পেট মাতালেন দীপিকা।