Football World Cup 2018

বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযান ঘিরে ধুন্ধুমার, জোড়াবাগানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Jan 12, 2018 11:02 AM IST
বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযান ঘিরে ধুন্ধুমার, জোড়াবাগানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
নিজস্ব চিত্র
Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Jan 12, 2018 11:02 AM IST

#কলকাতা: বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র জোড়াবাগান থানার পাথুরিয়াঘাটা। বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযান ঘিরে ধুন্ধুমার। বাইক র‍্যালির পর রাতে পাথুরিয়াঘাটার বিনানি ভবনে ছিলেন বিজেপি সমর্থকরা। সিমলা স্ট্রিটে যুব মোর্চার অনুষ্ঠানে যাওয়ার আগে বিনানি ভবনে পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতেই হামলা হয় বলে অভিযোগ বিজেপির। ঘটনায় গুরুতর আহত তুতুল মণ্ডল নামে বিজেপি সমর্থক। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, সকালে ভবনের ভিতর থেকে তাঁদের লক্ষ করে বোতল ছোঁড়া হয়।কটুক্তিও করা হয় পথচলতি মহিলাদের। প্রতিবাদে ভবনের গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়।

২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। পরে বিজেপির কর্মীরা গেট খুলে আটকে থাকা সমর্থকদের বের করতে গেলে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ।

First published: 11:02:26 AM Jan 12, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर