#কলকাতা: মন্তব্য নিয়ে বিভ্রান্তি। তাই মুকুলের বিজেপিতে যোগ দেওয়া আটকাতে চাইছে বিজেপির রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বেকে অভিযোগও জানানো হয়েছে। শুধুমাত্র অভিযোগে কাজ হবে না এটা বুঝেই মুকুলের সম্বন্ধে বিশদে খোঁজ নেওয়ার দাবি জানানো হবে রাজ্য কমিটির বৈঠকে।
বিজেপিতে মুকুলের যোগ দেওয়ার বিষয়ে রাজ্য বিজেপির আপত্তি ছিল। আপত্তি রয়েছে আরএসএসেরও। এই বিষয়টি আন্দাজ করেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মুকুল রায়। যোগ দেওয়ার জন্য চলছিল তৎপরতাও। কিন্তু এক্ষেত্রে অন্তরায় ছিল মূলত মুকুলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ।
মুকুল বিজেপি নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে
এই অভিযোগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়
সাংসদ পদ থেকে ইস্তফার দিন মুকুলের মুখে বিজেপির প্রশংসা
নিজের দল নিয়েও মন্তব্যেও সর্তক ছিলেন মুকুল
ভারসাম্য বজায় রাখা এই বক্তব্যে শঙ্কিত রাজ্য বিজেপি
মুকুলের এই অবস্থান নিয়েই মূলত আপত্তি রয়েছে রাজ্য বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পরামর্শ মুকুল দলে যোগ দিলে আখেরে ক্ষতিই হবে বিজেপির। তাই মুকুলকে দলে নেওয়ার আগে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আরও খোঁজখবর নেওয়ার বিষয়ে আবেদন জানাবেন রাজ্য নেতারা।