কিন্নাহার, বীরভূম: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝায় বাস । তবে গুরুতর আহত ২০ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূম পূর্ব বর্ধমান সীমান্তবর্তী বাদশাহী রোড়ের উপর দুর্ঘটনা ঘটে। বাদশাহী রোডের লালগোলা থেকে বর্ধমানের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। রাস্তা খারাপের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে কীর্ণাহার থানার ফুটিসাকো পেট্রোল পাম্পের কাছে রাস্তার পাশেই খালে পড়ে যায় চলন্ত বাসটি । তবে পথ চলতি মানুষদের তৎপরতায় বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহত যাত্রীদের ।
তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে এলাকার বাসীদের অনুমান । এই ঘটনায় রীতিমতো ২০ জন আহত। আহত যাত্রীদের কেতুগ্রাম কাটোয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কীর্ণাহার ও কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বাসের চালক ও খালাসী সহ আর এক কর্মী পালাতক বলে জানা গিয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের
আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?
এই দুর্ঘটনার জেরে কোনও যাত্রীর প্রাণহানী ঘটনা না ঘটলেও, আহত হয়েছে অনেকে। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বেহাল রাস্তার জন্য দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। অন্যদিকে দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ ধরে বাদশাহী রোডে যানযট হয়। কীর্ণাহারের বাসিন্দা ও আহত যাত্রীদের পরিবারের সদস্যরা বেহাল রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident