Home /News /birbhum /
Birbhum: দু'দিনের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বীরভূমে

Birbhum: দু'দিনের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বীরভূমে

title=

সকালে তীব্র গরম, পাশাপাশি ভ্যাপসা আবহাওয়ার কারণে নাজেহাল অবস্থা জেলার বাসিন্দাদের। এই পরিস্থিতিতেগত শনিবার থেকে বিকাল হলেই শুরু হচ্ছে কালবৈশাখীর দাপট।

 • Share this:

  বীরভূম : সকালে তীব্র গরম, পাশাপাশি ভ্যাপসা আবহাওয়ার কারণে নাজেহাল অবস্থা জেলার বাসিন্দাদের। এই পরিস্থিতিতেগত শনিবার থেকে বিকাল হলেই শুরু হচ্ছে কালবৈশাখীর দাপট। পরপর দু'দিন অর্থাৎ শনিবার এবং রবিবার কালবৈশাখী আর বৃষ্টির দাপটে সন্ধ্যার পর স্বস্তি মিললেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। কালবৈশাখীর দাপটে সবচেয়ে ক্ষতির সম্মুখীন সিউড়ির পার্শ্ববর্তী নগরী গ্রাম পঞ্চায়েতের পাথরচাপুরি। এছাড়াও ব্যাপক ক্ষতির সম্মুখীন দুবরাজপুরের কয়েকটি আদিবাসী পাড়া।

  আরও পড়ুনঃ

  Birbhum News: অচেনা নম্বর থেকে ভিডিও কল? সাইবার ফাঁদ নয়তো! দেখুন কী বলছে সাইবার সেল

  শুধু এই দুটি এলাকাতেই অন্ততপক্ষে ৫০টির বেশি বাড়ির ক্ষতি হয়েছে।বীরভূমের সিউড়ী এক নম্বর ব্লকের অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের পাথরচাপুরি গ্রামের ২৫ থেকে ২৮টি বাড়ি শনিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও এই এলাকার চারটি দোকান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাজুরিয়া, বৈরাগীকোন্দা, ফকিরডাঙ্গাল সহ বেশ কয়েকটি আদিবাসী পাড়ায় আটটি বাড়ি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এই এলাকারই আরও ১৫ টি বাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে সিউড়ী এক নম্বর ব্লকের অন্তর্গত চাঙ্গুরিয়ার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এই সকল এলাকা ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন এবং তাদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। অন্যদিকে এই ঝড় বৃষ্টিতে পরপর ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়।

  আরও পড়ুনঃ

  Birbhum News: বীরভূমের বাজারে বাজারে হানা আরএমসি-র! কেন জানেন?

  তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল দুবরাজপুরের কুখুটিয়া। এই গ্রামে ১১০০০ ভোল্টের ১৩টি বিদ্যুতের খুঁটি ঝড়ে ভেঙে পড়ে। যে কারণে দুবরাজপুর ব্লকের বেশ কিছু এলাকা সহ খয়রাশোল ব্লকের অধিকাংশ জায়গায় রবিবার বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। যদিও এই বিদ্যুৎ বিপর্যয় থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে তৎপরতা দেখা যায় বিদ্যুৎ কর্মীদের। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ার মত ঘটনা তো আছেই।

   

  Madhab Das
  Published by:Soumabrata Ghosh
  First published:

  Tags: Birbhum, Suri

  পরবর্তী খবর