বীরভূম: আরও একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে চলেছে সিউড়ি পুরসভা। এর জন্য ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। সিউড়ি পুরসভা সূত্রের খবর পয়লা বৈশাখের দিন ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির শিল্যান্যাস হওয়ার কথা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার জন্য ১৮ নম্বর ওয়ার্ডে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯৩ লক্ষ টাকা খরচে ওই আরবান প্রাইমারি হেলথ সেন্টারটি তৈরি করা হবে। ইতিমধ্যেই সিউড়ি পুরসভায় একটি এমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেটি পুরসভা চত্ত্বরে অবস্থিত। শহরবাসীর স্বার্থে এবার আরও একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল সিউড়ি পুরসভা।
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষমদের মাঝে জমজ মেয়েদের জন্মদিন পালন করলেন মহাকুমাশাসক! কিন্তু কেন?
এই প্রসঙ্গে পুর কর্তৃপক্ষের দাবি, ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। ফলে শহরের মানুষ প্রভূত উপকৃত হবে। পুর কর্তৃপক্ষের দাবি, পুরসভার অন্দরে থাকা স্বাস্থ্যকেন্দ্রটি করোনাকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে বর্তমানে পুর এলাকার জনসংখ্যা অনেকটা বেড়েছে। আর তাই শহরে আরও একটি এমন স্বাস্থ্য কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার এই সিদ্ধান্তের কথা জানতে পেরে সিউড়ির মানুষ অত্যন্ত খুশি। কারণ বর্তমানে বেসরকারি জায়গায় চিকিৎসার খরচ অনেকটাই বেড়েছে। সেখানে পুরসভার উদ্যোগে চলা স্বাস্থ্যকেন্দ্রে অনেকটাই কম খরচে চিকিৎসা হবে বলে মনে করছেন সিউড়িবাসী।
শুভদীপ পাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।