বীরভূম: অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা। তাই বীরভূম জেলার সমস্ত প্রাথমিক স্কুলকে সকালে করার নির্দেশ দেওয়া হল। বুধবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ওই নির্দেশিকা জারি করা হয়।
প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ২৪০১ টি প্রাথমিক স্কুল রয়েছে। পড়ুয়া রয়েছে দু'লক্ষেরও অধিক। যেহেতু গত কয়েকদিন যাবৎ জেলায় তাপমাত্রার পারদ ক্রমেই বেড়েছে৷ পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
আরও পড়ুন: তীব্র গরমে বড় সিদ্ধান্ত! গরমের ছুটি এগোনোর ঘোষণা রাজ্য সরকারের, ২ মে থেকেই পড়ছে গরমের ছুটি
চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ ফলে স্কুলে এসে পড়ুয়াদের খুবই কষ্ট পেতে হচ্ছে।
সেই কারণে পড়ুয়ারা যাতে গরমে শারীরিকভাবে অসুস্থ না হয়ে পড়ে, তাই প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সমস্ত প্রাথমিক স্কুলকে প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, শিশুদের শারীরিক অবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন এই গরম চলবে ততদিন ভোর থেকে সকাল ১১ টা পর্যন্ত স্কুল চলবে।
Subhadip Pal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum