Home /News /birbhum /
Birbhum: সিউড়ির রটন্তী কালী মন্দিরে রহস্যজনক পায়ের ছাপ! উৎসবের মেজাজ এলাকায়

Birbhum: সিউড়ির রটন্তী কালী মন্দিরে রহস্যজনক পায়ের ছাপ! উৎসবের মেজাজ এলাকায়

title=

সিউড়ি পৌরসভার অন্তর্গত হাটজানবাজার কলোনিতে রটন্তী কালী মন্দির। মঙ্গলবার সকাল থেকে রহস্যজনক একজোড়া পায়ের ছাপ দেখা যায়।

 • Share this:

  বীরভূম : সিউড়ি পৌরসভার অন্তর্গত হাটজানবাজার কলোনিতে রটন্তী কালী মন্দির। মঙ্গলবার সকাল থেকে রহস্যজনক একজোড়া পায়ের ছাপ দেখা যায়। মন্দিরের দরজা খুলতেই ওই পায়ের ছাপ নজরে আসে পুরোহিতের। পায়ের ছাপ অনেকটা ছোট্ট বাচ্চার পায়ের মত। একজোড়া পায়ের ছাপের মধ্যে একটি পায়ের ছাপ সুস্পষ্ট এবং অন্যটি আবছা। এই পায়ের ছাপ নজরে আসার পর থেকেই এলাকার মানুষদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। ভিড় জমতে শুরু করেছেন মন্দির চত্বরে। জানা গিয়েছে, এই রটন্তী কালী মন্দিরটি ৭৫ বছরের প্রাচীন। মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়, তবে মন্দিরের দরজা সবসময় বন্ধ থাকে। কেবলমাত্র নিত্য পুজোর সময় মন্দিরের দরজা খোলা হয়। মন্দিরের পুজোর দায়িত্বে থাকা সেবায়েতের দাবি, মঙ্গলবার সকাল বেলায় মন্দিরের দরজা খুলতেই দেখা যায় একজোড়া আলতা মাখানো পায়ের ছাপ।

  এই পায়ের ছাপ দেখে স্তম্ভিত হয়ে যান। মন্দির বন্ধ থাকা অবস্থায় কী ভাবে পায়ের ছাপ এলো, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন । বন্ধ মন্দিরের ভিতরে কী ভাবে পায়ের ছাপ এলো সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সদুত্তর দিতে পারেননি মন্দির কর্তৃপক্ষ।

  আরও পড়ুনঃ পথ কুকুরের আতঙ্ক সিউড়িতে, কামড়ে আহত পাঁচ

  অন্যদিকে মঙ্গলবার সকাল বেলায় এই রহস্যময় পদচিহ্ন দেখা গেলেও বিকালের পর থেকে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই রহস্যময় পদচিহ্ন দেখতে মন্দিরে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। এই পদচিহ্ন নিয়ে তাদের মধ্যে চরম কৌতূহল দেখা গিয়েছে।

  আরও পড়ুনঃ বিধ্বংসী আগুন! মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই ডাক্তারি পড়ুয়ার যাবতীয় নথিপত্র!

  অন্যদিকে এই রহস্য জনক পদচিহ্ন নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শুভাশিস গড়াই জানিয়েছেন, \"আমরা ওই এলাকায় গিয়ে তা দেখার পরেই বলতে পারব কি।\"

  Madhab Das
  First published:

  Tags: Birbhum, Suri

  পরবর্তী খবর