হোম /খবর /বীরভূম /
ক্ষতিপূরণ পেলেন অ্যাসিড আক্রান্ত ছাত্রী, ঘটনা জানলে চোখে জল আসবে

Birbhum News: ক্ষতিপূরণ পেলেন অ্যাসিড আক্রান্ত ছাত্রী, ঘটনা জানলে চোখে জল আসবে

X
title=

ঘটনার দেড় মাসের মধ্যে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন অ্যাসিড আক্রান্ত ছাত্রী

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বীরভূম: ঘটনার দেড় মাসের মধ্যে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন অ্যাসিড আক্রান্ত ছাত্রী। বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগেই ক্ষতিপূরণ পায় ছাত্রী।জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত মাসের ২১ তারিখ নলহাটি থানা এলাকায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা করে দুষ্কৃতীরা।

    অ্যাসিড হামলার কারণে মেয়েটির ডান হাত ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নেওয়া হয়। লেখকের মাধ্যমে তাঁর পরীক্ষারও ব্যবস্থা করা হয়। এরপরেই অ্যাসিড অ্যাটাক ইঞ্জুরি কম্পেন্সেশন' বোর্ডের বৈঠক হয়৷

    আরও পড়ুন: জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে জয়জয়কার নবদ্বীপের ছাত্রছাত্রীদের

    সেখানে আক্রান্তের পরীক্ষা করা হয় এবং দেখা যায় ছাত্রীর ১ % আঘাত রয়েছে। সেখানে বিচার বিবেচনা করে তাঁকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

    শুভদীপ পাল

    First published:

    Tags: Birbhum