বীরভূম: বীরভূমকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলা সফরে। বীরভূম, মালদা, বর্ধমান জেলা সফরের জন্য সোমবার তিনি বীরভূমে পা রেখেছেন। সেখান থেকে মঙ্গলবার তিনি জান মালদা। মালদার কর্মসূচি শেষ করে পুনরায় বীরভূমে এসে বুধবার ডাকবাংলো মাঠে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন একের পর এক প্রকল্প। এছাড়াও রয়েছে চাকরি প্রদান এবং শিলান্যাস।
সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মঞ্চ সাজানোর জন্য যাতে কোনও রকম ভুল ত্রুটি না থাকে তার জন্য মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে মঞ্চ থেকে শুরু করে মাঠ পরিদর্শন করে দেখা হয়। পরিদর্শনে ছিলেন খোদ মন্ত্রী থেকে জেলাশাসক এবং অন্যান্য সাংসদ বিধায়করা। সেখান থেকেই জেলাশাসক বিধান রায় জানান কী কী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা
আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?
বিধান রায় জানান, শতাধিক প্রকল্পের উদ্বোধন হবে। এর সঙ্গে সঙ্গে ৫০ থেকে ৬০টি শিলান্যাস হবে। এছাড়াও থাকবে কিছু ঘোষণা এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। ডেউচা পাঁচামি কয়লা খনি এলাকায় নতুন করে চার শতাধিক জমিদাতাদের চাকরি দেওয়া হবে। যাদের ১৮ বছর বয়স হয়নি তাদের ১৮ বছর বয়স হওয়ার পর্যন্ত প্রতিমাসে ১০ হাজার টাকা করে আর্থিক প্যাকেজ দেওয়া হবে। এছাড়াও জমিদাতাদের চেক প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান ঘিরে দিন কয়েক ধরে সাজো সাজো রব দেখা যাচ্ছে বোলপুরে। সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রশাসনিক তৎপরতাও।
Madhab Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee