হোম /খবর /বীরভূম /
ভ্রমণ পিপাসুদের জন্য বড় খবর! ভারতীয় রেলের নয়া উদ্যোগে ঘুরতে যাওয়া আরও সহজ

Birbhum news: ভ্রমণ পিপাসুদের জন্য বড় খবর! ভারতীয় রেলের নয়া উদ্যোগে ঘুরতে যাওয়া আরও সহজ, কীভাবে জানুন

X
জ্যোতির্লিঙ্গ [object Object]

Indian Railways: এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর-মহাকালেশ্বর-সোমনাথ- নাগেশ্বর, স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাঁই বাবা এবং শনি শিংনাপুর ভ্রমণ করবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বীরভূম: এবার ভ্রমণ পিপাসুদের জন্য নতুন উদ্যোগ ভারতীয় রেলের। আইআরসিটিসি কলকাতা আগামী ২০ মে  জ্যোতির্লিঙ্গ যাত্রায় 'ভারত গৌরব' নামক বিশেষ ট্যুরিস্ট ট্রেনের উদ্বোধনের কথা ঘোষণা করেছে। ২৩ /১১/২১ -এর রেলওয়ে বোর্ডের সার্কুলার ১৪ অনুযায়ী, প্রথম ভারত গৌরব ২০২২ সালের ২১ জুন দিল্লি থেকে আইআরসিটিসি দ্বারা পরিচালিত হয়েছিল। মোট ৫০০ জন যাত্রী নিয়ে, রামায়ণ সার্কিট হয়ে নেপালের জনকপুর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে  যাত্রা শুরু করেছিল।

এ বার আইআরসিটিসি ইস্ট জোন ইস্টার্ন পারের ভ্রমণ উৎসাহীদের সুবিধা দেবে। এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর-মহাকালেশ্বর-সোমনাথ- নাগেশ্বর, স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাঁই বাবা এবং শনি শিংনাপুর ভ্রমণ করবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বোলপুর স্টেশনেও স্টপেজ থাকবে‌। এবং ১১ রাত এবং ১২ দিন ধরে চলবে ট্রেনের সফর।

প্যাকেজটিকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে ৩১৫ টি আসন-সহ ইকোনমি ক্লাস, ২৯৭ টি আসন-সহ স্ট্যান্ডার্ড এবং ৪৪ টি আসন-সহ কমফোর্ট ক্লাস থাকছে। ইকোনমি ক্লাসে নন-এসি বাজেটের হোটেলে থাকার ব্যবস্থা এবং পরিবর্তন অন্তর্ভুক্ত। স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট বিভাগে এসি হোটেল অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে শুভেন্দু! ৭ দিন সময় চাইলেন হাইকোর্টের কাছে

রেল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ের ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য আনুমানিক ৩৩ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া থাকছে ইএমআই-এর সুবিধা।

শুভদীপ পাল

Published by:Sanchari Kar
First published:

Tags: Indian Railways