হোম /খবর /বীরভূম /
অত্যধিক ফোনের ব্যবহারে কমছে মন সংযোগ, বাড়ছে মানসিক রোগ! যা বললেন চিকিৎসক...

Birbhum news: অত্যধিক ফোনের ব্যবহারে কমছে মন সংযোগ, বাড়ছে মানসিক রোগ! যা বললেন চিকিৎসক... 

X
অত্যাধিক [object Object]

কী পরামর্শ দিচ্ছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ জিষ্ণু ভট্টাচার্য?

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বীরভূম: মুঠো ফোনের জমানায় মন সংযোগ কমছে  করে পড়ুয়াদের৷ পাল্লা দিয়ে বাড়ছে নানান মানসিক রোগ। রেহাই পেতে কী কী পরামর্শ দিচ্ছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ জিষ্ণু ভট্টাচার্য? জানুন বিশদে৷

১. কমাতে হবে মোবাইল ফোনের ব্যবহার। পরিবর্তে খেলাধূলা করতে হবে।

২. প্রতিদিন অন্তত ১৫ মিনিট প্রকৃতির সঙ্গে সময় কাটাতে বলেছেন তিনি।

৩. ফোনের পরিবর্তে বাড়ির মধ্যে বিভিন্ন ইন্ডোর গেমস খেলতে হবে।

৪. মিউজিক থেরাপির প্রয়োগ করা।

৫. বাড়ির বড়দের শিশুদের নানান গল্প শোনাতে হবে।

৬. শিশুদের সামনে কোনও উদ্বেগ প্রকাশ না করাই ভাল। তাতে শিশুমনে প্রভাব পড়ে।

এই মহূর্তে  যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন সকলেই৷ তাছাড়া আর উপায়ও নেই৷ কিন্তু তাতে শিশুমনের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে৷ যা চূড়ান্ত ক্ষতিকর

শুভদীপ পাল

Published by:Rachana Majumder
First published:

Tags: Birbhum