বীরভূম: তিনি তৃতীয় লিঙ্গের সদস্য। ছেলেবেলা থেকেই সেই খোঁটা শুনতে হয়েছে সমাজের কাছে। বেশিদিন পড়াশুনা চালাতে পারেন নি। পাড়া-প্রতিবেশীর কথা এড়াতে ঘরও ছেড়েছেন অল্প বয়সে। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টায় আজ একটি চায়ের দোকান খুলেছেন ২৮ বছর আঁখি সরকার।
সিউড়ি পুরসভার অন্তর্গত মাদ্রাসা পল্লির বাসিন্দা আঁখি। পরিবারের আর্থিক সমস্যা বা শারীরিক কোনও সমস্যার জন্য নয়, তাঁর পড়াশোনা বন্ধের একমাত্র কারণ ছিল তিনি তৃতীয় লিঙ্গের প্রতিনিধি। ঘরে-বাইরে লাগাতার মানসিক চাপের কারণেই পড়াশোনা ছেড়ে দিতে হয় আঁখিকে। নিজের অনিচ্ছা সত্ত্বেও বেছে নিয়ে হয় বৃহন্নলার চিরাচরিত জীবন। পাড়া পড়শির গঞ্জনায় বাড়ি ছেড়েই বেড়িয়ে যান তিনি। প্রায় সাত বছর ট্রেনে-ট্রেনে ঘুরে আর নবজাতক শিশুদের বাড়ি গিয়ে টাকা রোজগার করলেও সামাজিক সম্মান পাননি আঁখি। সেই আফসোস দূরে সরিয়ে বর্তমানে স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছেন আঁখি।
হাটজনবাজার রেলগেটের একটু আগেই নির্মীয়মান উড়ালপথের নীচেই নিজের একটি ঠেলাগাড়ি লাগিয়েছেন আঁখি। সেখানেই বিক্রি করছেন চা, বিস্কুট, চিপস, কেক- সহ অন্যান্য সামগ্রী। একটি বাড়িও ভাড়া নিয়েছেন সিউড়ির কেন্দুয়া অঞ্চলে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানে বিক্রিবাটার পর সমস্ত জিনিসপত্র গুটিয়ে সেই আস্তানাতেই বিশ্রাম নেন তিনি। তবে এই সারাদিনের ক্লান্তির পরও একঝলক খুশি লেগে থাকে আঁখির চোখে। সেই খুশির একমাত্র কারণ আত্মসম্মান অর্জন।
Subhadip Pal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।