হোম /খবর /বীরভূম /
শুধুমাত্র জমির কাগজ নয়, অমর্ত্য সেনকে এই বিশেষ জিনিসও দিলেন মুখ্যমন্ত্রী

Birbhum News: শুধুমাত্র জমির কাগজ নয়, অমর্ত্য সেনকে এই বিশেষ জিনিসও দিলেন মুখ্যমন্ত্রী

X
মমতা [object Object]

Birbhum News: অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাকে তাঁর জমির বিভিন্ন নথি তুলে দেন মুখ্যমন্ত্রী।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বীরভূম: অমর্ত্য সেনের জমি নিয়ে যখন বিশ্বভারতীর সঙ্গে বিতর্ক চলছে, সেই সময় সোমবার বোলপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোজা চলে যান প্রতীচীতে। সেখানে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাকে তাঁর জমির বিভিন্ন নথি তুলে দেন।

    সেই সকল নথি তুলে দিয়ে তিনি স্পষ্ট করেন, যে জমি নিয়ে এত বিতর্ক চলছে, সেই জমি অমর্ত্য সেনেরই। জমির সেই কাগজপত্র তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'ওরা বড় বড় কথা বলছিল, তাই আমি আজ ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।'

     

    সৌজন্য সাক্ষাতে জমির কাগজপত্রের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আর নিজের লেখা একটি কবিতার বই দেন। হাট থেকে একটি ডালি কিনে সেই ডালিতে তিনি অমর্ত্য সেনের হাতে এই সকল জিনিস তুলে দেন।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "উনি আমাকে ফুল দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, চা খাইয়েছেন। এছাড়াও সিঙাড়া, সন্দেশ নানান আয়োজন ছিল।"

    আরও পড়ুন, মালদহে ভয়াবহ দুর্ঘটনা, নয়ানজুলিতে পড়ল বাস, মৃত ২, আহত অন্তত ৩০

    আরও পড়ুন, গিরগিটির মতো রং বদল আবহাওয়ার! ২ দিনে হু হু হাওয়ায় ভর করে শীত ফিরবে বঙ্গে, জানুন

    যে জমি নিয়ে এত বিতর্ক সেই জমি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ান তুলে ধরে স্পষ্ট করে জানিয়ে দেন, "১৯৮৪ পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতর জেলা বীরভূম দাগ নম্বর ১৯০০/২৪৮৭ এই রেকর্ডে পরিষ্কার বলা আছে যে লিজ দেওয়া হয়েছে তা ১৩৮ ডেসিবিলি। আমাদের রেকর্ড তাই বলছে। অমর্ত‍্য সেন যেটা বলছেন সেটাই ঠিক। তাহলে কে ভুল কে ঠিক এটা পরিষ্কার।"

    মাধব দাস

    First published:

    Tags: Amartya Sen, Birbhum news, CM Mamata Banerjee, Mamata Banerjee, TMC