বোলপুর: স্কুল ফাঁকি দিয়ে কোপাই নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির যমজ ভাই৷ বোলপুরের বাইপাসের বাসিন্দা সায়ক পাল ও সোহম পাল টেকনো ইণ্ডিয়া স্কুলের ছাত্র৷ এদিন শান্তিনিকেতনের কোপাই নদী ৬ বন্ধু মিলে স্নান করতে আসে৷ তারপরই তলিয়ে যায়৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জল থেকে দেহ উদ্ধার করে৷ ক্ষিপ্ত জনতা মৃতদের বন্ধুদের মারধর শুরু করে।
এদিন সকালে বাড়ি থেকে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ৬ জন বন্ধু৷ বোলপুরের টেকনো ইণ্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র তারা। শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কাছে কোপাই নদীতে স্নান করতে আসে তারা।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, প্রায় কয়েক ঘন্টা ধরে জলে স্নান করছিল, লাফালাফি করছিল৷ সেই সময় সায়ক পাল হঠাৎই জলে তলীয়ে যায়। তাকে বাঁচাতে জলে নেমে পড়ে তারই ভাই সোহম পাল। দুজনেই তলীয়ে যায় জলে৷
আরও পড়ুন: Bankura News: যুবরাজ নিজেই দেখাশোনা করেন এখনও! ঘুরে আসতে পারেন বাঁকুড়ার রাজবাড়ি থেকে!
আরও পড়ুন: North 24 Parganas News: একই রাতে পরপর দুটি মন্দিরে চুরি হতেই ছড়াল আতঙ্ক, দাবি পুলিশি নিরাপত্তারখবর পেয়ে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। স্থানীয় যুবকেরা জলে নেমে মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ দুটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।ক্ষিপ্ত জনতা মৃত দুই ভাইয়ের বন্ধুদের মারধর শুরু করে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায়। পুলিশ কোন রকমে উত্তেজিত মানুষজনের হাত থেকে ৪ ছাত্রকে উদ্ধার করে নিয়ে যায়৷
পরিবারের যমজ ভাইয়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছাড়া। কান্নায় ভেঙে পড়েছেন নিহত সন্তানদের মা-বাবা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum news