হোম /খবর /বীরভূম /
কোটি কোটি টাকা ব্যয়ে জয়দেবে তৈরি হচ্ছে স্থায়ী ব্রিজ, স্বপ্নপূরণ সময়ের অপেক্ষা

Birbhum News: কোটি কোটি টাকা ব্যয়ে জয়দেবে তৈরি হচ্ছে স্থায়ী ব্রিজ, স্বপ্নপূরণ সময়ের অপেক্ষা

X
এবার [object Object]

Birbhum News: স্থায়ী এই ব্রিজকে ঘিরে যেমন এলাকার বাসিন্দারা আশার আলো দেখছেন সেই রকমই এই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারীরাও আশার আলো দেখছেন।

  • Local18
  • Last Updated :
  • Share this:

বীরভূম: বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার মাঝে বর্ডার হয়ে রয়েছে অজয় নদ। বর্ষার সময় অজয় নদে জল বেড়ে যাওয়ার ফলে দুই জেলার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়। শুধু দুই জেলা বললে ভুল হবে, কারণ অনেক জেলার মানুষ রয়েছেন যারা যাতায়াতের জন্য জয়দেবের থাকা অস্থায়ী ফেরিঘাট ব্যবহার করেন। বর্ষায় যাতায়াতকারী এই সকল মানুষদের ঘুর পথে যাতায়াত করতে হয়।

এই সমস্যা সমাধানের জন্য তৈরি হচ্ছে একটি স্থায়ী ব্রিজ। স্থায়ী এই ব্রিজকে ঘিরে যেমন এলাকার বাসিন্দারা আশার আলো দেখছেন সেই রকমই এই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারীরাও আশার আলো দেখছেন। বর্তমানে কাজ যে গতিতে এগিয়ে চলেছে তাতে খুব তাড়াতাড়ি তাদের স্বপ্নপূরণ হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কন্ডোম তো ব্যবহার করেন, কিন্তু কন্ডোমের সাইড এফেক্ট জানেন কি? জানলে রাতের ঘুম উড়ে যাবে

জয়দেবের অজয় নদের উপর এই ব্রিজ তৈরি করার কাজ প্রায় তিন বছর ধরে চলছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সেই কাজ কবে সম্পূর্ণ হবে এবং এই ব্রিজ সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে তা সম্পর্কে তারা কিছু জানেন না। যদিও ব্রিজ তৈরির যে গতি তারা দেখতে পাচ্ছেন তাতে আশা করছেন খুব তাড়াতাড়ি এই ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। এই ব্রিজ সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন: যা ভাবছিলেন, তা নয়! বাংলার আবহাওয়ায় এবার বিরাট পরিবর্তন! ফের শীতের স্পেল?

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, স্থায়ী ব্রিজ না থাকার কারণে বর্ষার সময় তাদের জীবন হাতে নিয়ে নদী পারাপার করতে হয়। কখনো নৌকা আবার কখনো বাঁশের মাচা। আর যখন জলের পরিমাণ বিপুল পরিমাণে বেড়ে যায় সেই সময় ১৭ কিলোমিটার বা তার বেশি ঘুরে তাদের যাতায়াত করতে হয়। এই ব্রিজটি তৈরি হলে তারা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন।

Published by:Suman Biswas
First published:

Tags: Birbhum news, West Bengal news