হোম /খবর /বীরভূম /
বাল্যবিবাহ রোধে ভরসা হোয়াটসঅ্যাপ! নতুন পরিকল্পনা প্রশাসনের

Birbhum news: বাল্যবিবাহ রোধে ভরসা হোয়াটসঅ্যাপ! নতুন পরিকল্পনা প্রশাসনের

বাল্যবিবাহ রোধে ভরসা হোয়াটসঅ্যাপ! নতুন পরিকল্পনা প্রশাসনের

বাল্যবিবাহ রোধে ভরসা হোয়াটসঅ্যাপ! নতুন পরিকল্পনা প্রশাসনের

বাল্যবিবাহ রুখতে এবার ভিন্ন পরিকল্পনা জেলা প্রশাসনের। হোটাসঅ্যাপ গ্রুপ খোলার পরিকল্পনা প্রশাসনের৷ মূলত দ্রুত খবর পেতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ।

  • Share this:

বীরভূম: বাল্যবিবাহ রুখতে এবার ভিন্ন পরিকল্পনা জেলা প্রশাসনের। হোটাস্অ্যাপ গ্রুপ খোলার পরিকল্পনা প্রশাসনের৷ মূলত দ্রুত খবর পেতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। বৃহস্পতিবার জেলা প্রশাসন ভবনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার জেলা প্রশাসন ও জেলা পুলিশের বৈঠক হয়। সেখানেই ওই গ্রুপ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়।

বৈঠকে বাল্য বিবাহের ক্ষেত্রে জেলার সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী কর্মপদ্ধতি সম্পর্কে প্রায় দুই ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা হয়। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক বলেন, “ডিএলএসের সচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে বৈঠক হয়েছে। সেখানেই হোওয়াটাস্অ্যাপ গ্রুপ খোলার পরিকল্পনা নেওয়া হয়। কেন বাল্য বিবাহ রোধ করা যাচ্ছে না, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য জোর দেওয়া হচ্ছে।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যের মধ্যে মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমে বাল্যবিবাহের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে পরিসংখ্যানে যে পরিমাণ ঘটনার উল্লেখ পাওয়া যায়, বাস্তবে ঘটনার সংখ্যা যে তার থেকে আরও কয়েক গুণ বেশি, সে বিষয়ে আধিকারিকরা প্রায় সকলেই নিঃসন্দেহ। অথচ জেলায় দীর্ঘদিন ধরেই গ্রাম স্তরে ও ব্লক স্তরে বাল্যবিবাহ রোধের জন্য নির্দিষ্ট দল রয়েছে, কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকায় সব খবর সঠিক সময়ে মিলছে না।

কেন সেই অভাব তৈরি হচ্ছে এবং কি করলে সেই অভাব দূর হবে তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। বাল্যবিবাহ রোধ করতে গ্রামীন এলাকায় শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে গ্রাম ও ব্লক স্তরের দলগুলিকে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তথ্য আদান প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুলিশকে আরও সহযোগিতামূলক ও সদর্থক ভূমিকা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনে এই ধরনের বৈঠকগুলি বিভিন্ন থানা এলাকায় গ্রামবাসীদের উপস্থিতিতে করারও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাল্যবিবাহের সঙ্গে নারী পাচারের কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ইলামবাজার, নানুর, খয়রাশোল, ময়ূরেশ্বর, রামপুরহাটের মতো এলাকায় যেখানে এই ধরণের ঘটনা বেশি ঘটছে, সেখানে সব স্তরের কর্মীদের বিশেষ তপৎপরতারও নির্দেশ দেওয়া হয়েছে।

Subhadip Pal

Published by:Ankita Tripathi
First published:

Tags: Birbhum news, Child Marriage