হোম /খবর /বীরভূম /
৫৭০ ভরি সোনায় সাজবেন মা কালী! কেমন হবে 'কেষ্ট'হীন পুজো? নজর রাখছে সিবিআই

Anubrata Mondal Kali Puja 2022|| ৫৭০ ভরি সোনায় সাজবেন মা কালী! কেমন হবে 'কেষ্ট'হীন পুজো? নজর রাখছে সিবিআই

অনুব্রতর দলীয় কার্যালয়ের কালী

অনুব্রতর দলীয় কার্যালয়ের কালী

Anubrata Mondal famous Kali Puja preparation: ২০১৮ সালে কালী প্রতিমার সোনার গয়নার পরিমাণ ছিল ১৮০ ভরি। ২০১৯ সালে এই সোনার গহনার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৬০ ভরি। ২০২০ সালে এই কালীপুজোয় দেখা যায় সোনার গয়নার পরিমাণ ছিল প্রায় ৩৬০ ভরি। ২০২১ সালের কালী পুজোয় এই গয়নার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৭০ ভরি।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#বোলপুর: বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আনুকূল্যে কালীপুজো শুরু হয় ১৯৮৮ সালে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমদিকে এই কালীপুজোয় জাঁকজমক ছিল না। তবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোর জৌলুস বাড়তে থাকে। পাশাপাশি লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের বোলপুরের দলীয় কার্যালয়ের মা কালীর সোনার অলংকার।

২০১৮ সালে কালী প্রতিমার সোনার গয়নার পরিমাণ ছিল ১৮০ ভরি। ২০১৯ সালে এই সোনার গহনার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৬০ ভরি। ২০২০ সালে এই কালীপুজোয় দেখা যায় সোনার গয়নার পরিমাণ ছিল প্রায় ৩৬০ ভরি। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২১ সালের কালী পুজোয় এই গয়নার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৭০ ভরি। সময়ের সঙ্গে সঙ্গে এই কালীপুজোর জাঁকজমক বৃদ্ধি পেতে থাকে। তবে এই বছর কেমন হবে এই কালীপুজো তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

আরও পড়ুনঃ নিরাপত্তাহীনতায় ভুগছেন! পুলিশের দ্বারস্থ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে। দুর্গাপূজো কেটেছে জেলেই আর কালীপুজোও জেলে কাটবে তা নিয়ে কোনও সংশয় নেই। কারণ কালীপুজো আগামী ২৪ অক্টোবর, অন্যদিকে ২৯ অক্টোবর পুণরায় তাঁকে সিবিআই আদালতে পেশ করা হবে। যদিও কালীপুজো নিয়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের তরফ থেকে জানা যাচ্ছে, অন্যান্য বছর যেমন কালীপুজো করা হয় সেই রকমই পুজোর আয়োজন করা হবে। আগের মতই পুজোর আয়োজন করবেন কর্মী সমর্থকরা।

ঘনিষ্ঠ মহলের এমন দাবি হলেও পুজোর জাঁকজমক নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রশ্ন উঠছে এই বছর অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ের এই কালী প্রতিমার গয়নার পরিমাণ কত হবে? কারণ অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর কালী প্রতিমার গয়নাও রয়েছে সিবিআইয়ের স্ক্যানারে। গত বছর পর্যন্ত যে পরিমাণ গয়নার হিসাব পাওয়া গিয়েছে তার বর্তমান বাজার মূল্য ৩০০ কোটি টাকার বেশি। সেই জায়গায় এত গয়না কোথা থেকে এল, তা জানতে গয়নার ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।

Madhab Das

Published by:Shubhagata Dey
First published:

Tags: Anubrata Mondal, Kali Puja 2022