বীরভূম: আবার বিস্ফোরণ বীরভূমে। এবার দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ। অসাবধানতা বশত মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অনুমান পুলিশের৷ বিস্ফোরণের ভেঙে পরে কংক্রিটের সিঁড়িঘর৷ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীর এক শিশুও বিস্ফোরণের শব্দে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
এগরা, বজবজ প্রভৃতি এলাকায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে তোলপাড় রাজ্য। মজুত বারুদ নিয়ে ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের৷ নবান্ন থেকে ৬ দফার নির্দেশিকা জারি করা হয়েছে৷এই পরিস্থিতিতে বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়া পাড়া গ্রামে মজুত বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, শেখ সফিক নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ি ঘরে শতাধিক তাজা বোমা মজুত ছিল৷ পেশায় চাষি হলেও এই ব্যক্তি এলাকায় তৃণমূল-কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিত।
প্রচণ্ড গরমে অসাবধানতা বশত বিস্ফোরণ হয় বোমা গুলি বলে অনুমান করা হচ্ছে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আসেপাশের এলাকা। ভেঙে পড়ে কংক্রিটের সিঁড়ি ঘর। অন্যান্য ঘরের ইট ভেঙে পড়ে, বড় ফাটল দেখা দেয়। প্রতিবেশীরা জানান বিস্ফোরণের বিকট শব্দে একটি শিশু জ্ঞান হারায়৷ তাকে স্থানীয় সেকেন্দ্রাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ ঘটনার পর থেকে পলাতক বাড়ির লোকজন৷
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা
খবর পেয়েই গ্রামে পৌঁছায় দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে৷ আরও বোমা মজুত রয়েছে কিনা দেখতে বোলপুরে সিআইডি বম্ব স্কয়ার্ডকে খবর দেওয়া হয়েছে। প্রতিবেশীদের মধ্যে শেখ দিল মহম্মদ ও তাঞ্জিলা বিবি বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম৷ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়৷ একটি বাচ্চাও অজ্ঞান হয়ে যায়৷ আমরা বাইরে বেরিয়ে দেখি চারিদিক ধোয়াতে ভরে গিয়েছে। বোমা বিস্ফোরণ হয়েছে সফিকের বাড়িতে৷ ভয়ে এখনও আমাদের হাত-কাঁপছে৷ বিস্ফোরণ হল বলেই জানতে পারলাম বোমা ছিল।”
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “রাজ্য জুড়েই দেখছেন বারুদের স্তুপে বসে আছি আমরা৷ তৃণমূল রাজ্যটাকেই বারুদের স্তুপ বানিয়ে ফেলেছে৷ ওদের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে বোমা। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়।”
Subhadip Pal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum news