হোম /খবর /বীরভূম /
তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

Birbhum News: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

X
তারাপীঠ [object Object]

মুর্শিদাবাদের পর বর্তমানে বীরভূমে জনসংযোগ কর্মসূচি সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

  • Share this:

তারাপীঠ: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পর মন্দির চত্ত্বরে পুজো দিতে আসা ভক্ত, সাধু ও তান্ত্রিকদের সঙ্গে হাত মেলান, সৌজন্য বিনিময় করেন তিনি৷ তবে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর  দিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে ১৫ তম ‘জনসংযোগ যাত্রায়’ ৩ দিনের বীরভূম সফরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই একটি সভা, রোড শো করেন তিনি৷ পরে তারাপীঠ মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ তবে মন্দির চত্বরে কোনও রাজনৈতিক কথা বলতে চাননি তৃণমূল সাংসদ৷ তবে মন্দিরেও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি৷

আরও পড়ুন  মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রী সমেত লাইনচ্যুত লোকাল! শক্তিগড়ে বড়সড় বিপত্তি

মুর্শিদাবাদের পর বর্তমানে বীরভূমে জনসংযোগ কর্মসূচি সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতহীন বীরভূমে তাঁর এই সফর দলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বীরভূমে প্রায় প্রতিটি সভা থেকে বুঝিয়ে দিচ্ছেন, দল এখনও অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যার পাশেই রয়েছে৷

Subhadip Pal

First published:

Tags: Abhishek Banerjee, Birbhum