বোলপুর: বোলপুর থানার অন্তর্গত মুলুক গ্রামের তাতালপুর কলোনির ১১ বছরের নাবালিকা নিখোঁজ। বুধবার দিন সন্ধ্যাবেলায় ঠাকুমাকে খাবার দিতে বোলপুরেরই সুরি পাড়াতে এসেছিল ১১ বছরের নাবালিকা। ঠাকুমাকে খাবার দিয়ে আর বাড়ি ফেরেনি সে। পরিবার সূত্রে খবর, বুধবার সারা সন্ধ্যা এবং বৃহস্পতিবার সারা দিন ধরে সেই নাবালিকার খোঁজ চলে। কিন্তু কোনও ভাবেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সেই মতো তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত নাবালিকার কোনও খোঁজই পাওয়া যায়নি। শুক্রবার রাত্রে এলাকায় পুলিশ কুকুর নামে ও অভিযান চালায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরিপাড়ায় ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে এসে সরাসরি নাবালিকা চলে এসেছিল সেখানকারই একটি পুরাতন সিনেমা হলের কাছে। কিন্তু সেখান থেকে সে কোথায় গেল, তা জানা যায়নি।আরও পড়ুন: বিষ্ণুপুরের আমতলা অটোস্ট্যান্ডে বীভৎস দৃশ্য, রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য
আরও পড়ুন: ইডি-CBI-এর অফিস, সেই সিজিও কমপ্লেক্সেই এক মহিলার সঙ্গে যা ঘটল, হাড়হিম কাণ্ড!
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি তবে পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত চলছে এবং যত দ্রুত সম্ভব মেয়েকে পরিবারের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিচ্ছে পুলিশ।
ইন্দ্রজিৎ রুজনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Birbhum news