হোম /খবর /বীরভূম /
ঠাকুমাকে খাবার দিতে এসেছিল, তার পরেই গায়েব ১১ বছরের মেয়ে! ভেঙে পড়েছে পরিবার

Birbhum news: ঠাকুমাকে খাবার দিতে এসেছিল, তার পরেই গায়েব ১১ বছরের ছোট্ট মেয়ে! ভেঙে পড়েছে পরিবার

এলাকাতে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছিল পুলিশ কুকুর

এলাকাতে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছিল পুলিশ কুকুর

Birbhum news: পরিবার সূত্রে খবর, বুধবার সারা সন্ধ্যা  এবং বৃহস্পতিবার সারা দিন  ধরে সেই নাবালিকার খোঁজ চলে। কিন্তু কোনও ভাবেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বোলপুর: বোলপুর থানার অন্তর্গত মুলুক গ্রামের তাতালপুর কলোনির ১১ বছরের নাবালিকা নিখোঁজ। বুধবার দিন সন্ধ্যাবেলায় ঠাকুমাকে খাবার দিতে বোলপুরেরই সুরি পাড়াতে এসেছিল ১১ বছরের নাবালিকা। ঠাকুমাকে খাবার দিয়ে আর বাড়ি ফেরেনি সে। পরিবার সূত্রে খবর, বুধবার সারা সন্ধ্যা  এবং বৃহস্পতিবার সারা দিন  ধরে সেই নাবালিকার খোঁজ চলে। কিন্তু কোনও ভাবেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সেই মতো তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত নাবালিকার কোনও খোঁজই পাওয়া যায়নি। শুক্রবার  রাত্রে এলাকায় পুলিশ কুকুর নামে ও অভিযান চালায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরিপাড়ায় ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে এসে সরাসরি নাবালিকা চলে এসেছিল সেখানকারই একটি পুরাতন সিনেমা হলের কাছে। কিন্তু সেখান থেকে সে কোথায় গেল, তা জানা যায়নি।পরিবার জানাচ্ছে, তাঁদের বেশ কিছু ব্যক্তির উপর সন্দেহ রয়েছে। পুলিশকে সেই কথাও জানিয়েছেন তাঁরা। সন্দেহভাজনদের যদি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে, তা হলে তাঁদের মেয়ের খোঁজ মিলতে পারে বলে জানাচ্ছে পরিবার।  গত বছর বোলপুরেরই একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ৩ দিন পর তার মৃতদেহ মেলে। প্রতিবেশী এক মহিলা তাকে পারিবারিক শত্রুতার কারণে খুন করেছিল বলে উঠে এসেছিল পুলিশি তদন্তে আর সেই ঘটনা ভেবেই পরিবার আরও চিন্তিত হয়ে পড়ছে এই নাবালিকার পরিবার।

আরও পড়ুন: বিষ্ণুপুরের আমতলা অটোস্ট্যান্ডে বীভৎস দৃশ্য, রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন: ইডি-CBI-এর অফিস, সেই সিজিও কমপ্লেক্সেই এক মহিলার সঙ্গে যা ঘটল, হাড়হিম কাণ্ড!

এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি তবে পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত চলছে এবং যত দ্রুত সম্ভব  মেয়েকে পরিবারের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিচ্ছে পুলিশ।

ইন্দ্রজিৎ রুজ
Published by:Sanchari Kar
First published:

Tags: Birbhum, Birbhum news