Football World Cup 2018

মনোজের সওয়ালে দলে সিএবি কর্তার ছেলে ! বাংলা দল নির্বাচন ঘিরে বিতর্ক

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 03, 2018 08:36 AM IST
মনোজের সওয়ালে দলে সিএবি কর্তার ছেলে ! বাংলা দল নির্বাচন ঘিরে বিতর্ক
File Photo
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 03, 2018 08:36 AM IST

#কলকাতা: বছরের শুরুতেই বঙ্গ সংসারে বিতর্ক। সৈয়দ মুস্তাক আলির দল নির্বাচন বৈঠকে অধিনায়ক ও নির্বাচকদের মতবিরোধ। ঋত্বিক রায়চৌধুরীর নির্বাচন নিয়ে বিতর্ক। মনোজের সওয়ালে দলে সিএবি কর্তার ছেলে। ১৬ সদস্যের দলে নতুন মুখ সুমন্ত্র, বিবেকরা। শুক্রবার ঋাড়খণ্ড রওনা দিচ্ছে বাহুতুলের দল।

সকালে বঙ্গ অনুশীলনে ঘুরে দাঁড়ানো শপথ। আর বিকালে সৈয়দ মুস্তাক আলির দল নির্বাচনে বিতর্ক। কালিঘাটের ঋত্বিক রায়চৌধুরিকে দলে নেওয়া নিয়ে অধিনায়ক ও নির্বাচকদের মতোবিরোধ। এক নির্বাচক ঋত্বিককে নিতে অস্বীকার করেন। অভিযোগ, অনুশীলনে দাগ কাটতে ব্যর্থ ঋত্বিক। তবে অধিনায়কের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত দলে সিএবি কর্তার ছেলে। প্রথমে নিমরাজি থাকলেও বৈঠকে মনোজের সুরে সুর মেলান কোচ বাহুতুলে।

১৬ জনের দলে নতুন মুখ সুমন্ত্র গুপ্ত, বিবেক সিং। রঞ্জি খেলা বি অমিত, অভিষেক রামন, প্রদীপ্ত প্রামানিকরা নেই দলে। মরসুমের প্রথম লিগ ম্যাচে ডাবল সেঞ্চুরি করা প্রমোদ চান্ডিলাও রয়েছেন দলে। পেসারদের বিভাগে দিন্দা ছাড়াও রয়েছেন সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, মুকেশ কুমার। বাঁহাতি স্পিনার হিসেবে দলে অনুরাগ তিওয়ারি। ৫ তারিখ ঝাড়খণ্ড রওনা দেবে বাংলা দল। পূর্বাঞ্চলীয় পর্বে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা। ব্যর্থতা, বিতর্ক ভুলে নতুন করে শুরু করতে মরিয়া বাংলা।

রিপোর্টার- ঈরণ রায় বর্মন

First published: 08:33:15 AM Jan 03, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर