হোম /খবর /বাঁকুড়া /
যুব শক্তির উত্থানের অনুষ্ঠান, ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী 

Bankura News: যুব শক্তির উত্থানের অনুষ্ঠান, ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী 

X
উপস্থিত [object Object]

২০৪৭ সালে ভারতের নতুন রূপ দিতে সব থেকে বড় ভূমিকা রাখবে যুব সমাজ তাই যুব সমাজের হাত ধরেই এই যুব উৎসব যার মাধ্যমে যুবদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।

  • Share this:

বাঁকুড়া: ভারত বর্ষের যুবকদের নতুন দিশা দেখতে কেন্দ্রীয় সরকারের এবং বাঁকুড়া নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে রাজ্য স্তরে যুব উৎসব পালিত হল বাঁকুড়া সময়িতা মঠের মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাক্তার সুভাষ সরকার। বাঁকুড়া নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক ইউথ অফিসার, একাধিক গুণীজনেরা।

বাঁকুড়া নেহেরু যুব কেন্দ্র ও মিনিস্ট্রি অফ ইয়ুথ এন্ড স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা স্তরের যুব উৎসব । অংশগ্রহণ করে বহু প্রতিযোগীরা। একদিনের এই যুব উৎসবে পাঁচটি আলাদা আলাদা বিষয়ে প্রতিযোগিতা হয় সেগুলি হল কবিতা লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, নাগরিকদের কর্তব্য বিষয়ক তাৎক্ষণিক বক্তৃতা, অঙ্কন প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, ও দলগত লোক নৃত্যের কম্পিটিশন । এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগিরা অংশগ্রহণ করে।

এদিন অনুষ্ঠানে বক্তৃতা দিতে দিতে সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার ভারতের বিভিন্ন প্রদেশের “নমস্কার” শব্দের উচ্চারণ করেন। ২০৪৭ সালে ভারতের নতুন রূপ দিতে সব থেকে বড় ভূমিকা রাখবে যুব সমাজ তাই যুব সমাজের হাত ধরেই এই যুব উৎসব যার মাধ্যমে যুবদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। এছাড়াও রয়েছে “যুব সঙ্গম” যার মাধ্যমে দুটি আলাদা প্রদেশের যুবাদের মধ্যে আদানপ্রদান করা , শিক্ষা, সংস্কৃতি, খাদ্যাভাস এবং জীবন অভ্যাস।

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা

ভারত গড়ার লক্ষে এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন প্রায় ৩৫০ জন প্রতিযোগী। এছাড়াও অনুষ্ঠানটি ছিল একেবারে “ওপেন টু অল” এমনটাই জানিয়েছেন ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার অন্বেষা ভট্টাচার্য।

Published by:Uddalak B
First published:

Tags: Bankura news