হোম /খবর /বাঁকুড়া /
এক সময় জুতো কেনার পয়সা ছিল না, সেই মালতি ঘটাল চমকপ্রদ ঘটনা, দেখুন

Bankura News: এক সময় জুতো কেনার পয়সা ছিল না, সেই মালতি ঘটাল চমকপ্রদ ঘটনা, দেখুন

X
বাঁকুড়ার [object Object]

Bankura News: কিন্তু তার এই স্বপ্নপূরণ করতে সহায়তা করেছে বাঁকুড়া এক্সপ্লোরেশন এন্ড নেচার অ্যাকাডেমি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বাঁকুড়া: একসময় জুতো কেনার পয়সা ছিল না। বাবা দিনমজুর। কিন্তু বাঁকুড়ার জঙ্গলমহলের মালতি মাঝি ছোট থেকেই বদ্ধপরিকর ছিল পাহাড়কে জয় করবার জন্য। রক ক্লাইম্বিং-এ পারদর্শী এই বাঁকুড়ার কন্যা বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছে গোটা পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন এবং সাম্প্রতিক হাওড়া ট্রেকার্সের আয়োজিত একটি আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মালতি মাঝি।

কিন্তু তার এই স্বপ্নপূরণ করতে সহায়তা করেছে বাঁকুড়া এক্সপ্লোরেশন এন্ড নেচার অ্যাকাডেমি। জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে মালতিকে হাত ধরে সফলতার উচ্চতায় নিয়ে যেতে বাঁকুড়া এক্সপ্রেশন অ্যান্ড নেচার অ্যাকাডেমির অবদান অপরিসীম। মালতির জুতো কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ, এই সবকিছুর দায়িত্ব নিয়েছিল বাঁকুড়া এক্সপ্রেশন অ্যান্ড নেচার অ্যাকাডেমি। শুধু মালতি নন, মালতির মতো আরও অনেক আর্থিক ভাবে দুর্বল অ্যাথলিট নিজেদের স্বপ্নপূরণ করার স্বপ্ন দেখছেন বাঁকুড়া এক্সপ্রেশন এন্ড নেচার অ্যাকাডেমির চোখ দিয়ে।

আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা

আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়

বাঁকুড়া এক্সপ্লোরেশন অ্যান্ড নেচার অ্যাকাডেমি এমন একটি সংস্থা যারা সার্ভাইবল টাক্টিকস এবং বিভিন্ন নেচার স্টাডি সংক্রান্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদের প্রচেষ্টা হল প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতি বিমুখ নয়, প্রকৃতি মুখী হয়ে শরীরচর্চা করা। নেচার অ্যাকাডেমির ছত্রছায়ায় জায়গা করে নেয় প্রতিভাবান মালতি। রক ক্লাইম্বিং ছাড়াও ফুটবল খেলতে ভালবাসে মালতি। ভবিষ্যতের রক ক্লাইম্বিং করে এগিয়ে যেতে চায় জঙ্গলমহলের মালতি মাঝি। তার এই অভিযানে সব সময় পাশে থাকার ব্রত নিয়েছে বাঁকুড়া এক্সপ্রেশন এন্ড নেচার অ্যাকাডেমি।

মালতি নিজে তো একটা স্বপ্ন দেখেছেেই, তার সঙ্গে স্বপ্ন দেখিয়েছে সমগ্র একটা জেলাকে। মালতির এই সাফল্যের গল্প আজ স্বপ্ন দেখাচ্ছে বাঁকুড়া জেলার মানুষকে। হয়ত মালতির হাত ধরেই কোনও একদিন সমগ্র দেশের কাছে বাঁকুড়ার নাম উজ্জ্বল হবে।

Nilanjan Banerjee

Published by:Uddalak B
First published:

Tags: Bankura