হোম /খবর /বাঁকুড়া /
একবার চার্জেই ১৫০ কিমি! মনোজিতের ম্যাজিক বাইক তাক লাগাচ্ছে

Bankura News: একবার চার্জেই ১৫০ কিমি! মনোজিতের ম্যাজিক বাইক তাক লাগাচ্ছে

X
মাত্র [object Object]

Bankura News: সম্পূর্ণ সৌরশক্তিতে চারচাকা চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন মনোজিৎ। এ বার ইঞ্জিন, ক্লাচ এবং গিয়ার ছাড়াই হরিণের মতো দৌড়চ্ছে মনোজিতের ম্যাজিক বাইক।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বাঁকুড়া: বাঁকুড়ার মেকানিক্যাল আইকন মনোজিৎ মণ্ডল এ বার হাজির  তাঁর মডিফাইড ইলেকট্রিক বাইক নিয়ে। মাত্র ২৫ থেকে ৩০ টাকায় প্রায় দেড়শো কিলোমিটার চলতে পারে এই ইলেকট্রিক বাইক। একটি নাম করা কোম্পানির জনপ্রিয় মোটরসাইকেলকে সম্পূর্ণ ইলেকট্রিক বাইকে মডিফাই করেন বাঁকুড়ার কার্যরিডাঙ্গার বাসিন্দা মনোজিৎ।

সম্পূর্ণ সৌরশক্তিতে চারচাকা চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন মনোজিৎ। এ বার ইঞ্জিন, ক্লাচ এবং গিয়ার ছাড়াই হরিণের মতো দৌড়চ্ছে মনোজিতের ম্যাজিক বাইক। আজকাল পেট্রোল ডিজেলের দাম পকেট খালি করে দিচ্ছে সাধারণ মানুষের। সেই সময়ে একবার চার্জ করলেই এই গাড়ি চলবে ১৫০ কিলোমিটার। ইঞ্জিন, গিয়ার এবং ক্লাচ না থাকায় আনুষাঙ্গিক খরচ নেই বললেই চলে এই বাইকে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক বাইক এ বার তাক লাগাল। ইঞ্জিন, ক্লাচ এবং গিয়ার ছাড়া মাত্র ২৫ টাকায় ১৫০ কিলোমিটার, এই অসম্ভবকে সম্ভব করলেন বাঁকুড়ার মনোজিত।

কলা বিভাগে পড়াশোনা। তাঁর সামাজিক দায়বদ্ধতা এবং বিজ্ঞানের প্রতি অনুরাগ দেখার মতো। বিজ্ঞান চর্চা করে একের পর এক নতুন উদ্ভাবন করছেন বাঁকুড়ার মনোজিৎ। কলা বিভাগে পড়াশোনা করেও ইচ্ছা থাকলে যে বিজ্ঞান ও প্রযুক্তিতে আলোড়ন সৃষ্টি করা যায়, এমনটাই বলছেন মনোজিৎ।

আরও পড়ুন: ভাইবোনের ঝগড়ার মাঝেই ধারালো ছুরি দিয়ে কোপ! মারাত্মক কাণ্ড জলপাইগুড়িতে

আরও পড়ুন: রেললাইনে বসে আড্ডা চলছিল ৩ জনের, আচমকাই ট্রেনের ধাক্কা! মুহূর্তের মধ্যে সব শেষ

আজকাল ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এই  শব্দগুলি শোনা যাচ্ছে সব জায়গাতেই। এমনই এক সংকটের মুখে দাঁড়িয়ে বাঁকুড়ার মনোজিৎ  পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতিতে নিজের নিত্য প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তির উৎস খুঁজে নিয়েছেন সূর্যের আলো থেকে। সৌরশক্তি চালিত গাড়ি এবং মোটরসাইকেল চালিয়ে আপামর বাঁকুড়াবাসীকে নতুন বার্তা দিচ্ছেন তিনি।

নীলাঞ্জন ব্যানার্জী

Published by:Sanchari Kar
First published:

Tags: Bankura, Bankura news