হোম /খবর /বাঁকুড়া /
ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নেভাল দমকলের দুটি ইঞ্জিন, রইল মারাত্মক সেই ভিডিও

Bankura News: ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নেভাল দমকলের দুটি ইঞ্জিন, রইল মারাত্মক সেই ভিডিও

X
বাঁকুড়ার [object Object]

আগে থেকেই সাবধান করেছিল দমকল বিভাগ, শোনেনি কারখানা কর্তৃপক্ষ। লাগল ভয়াবহ আগুন, দেখুন সেই ভিডিও।

  • Local18
  • Last Updated :
  • Share this:

#বাঁকুড়া: কারখানায় আগুন, বারাবার জানানো সত্বেও কারখানায় অগ্নি নির্বাপণের যথেষ্ট ব্যবস্থা না রাখায় ক্ষুব্ধ দমকল বাহিনী, আর এরই জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার একটি বেসরকারি কারখানায়। আজ দুপুরে বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়ায় থাকা ওই বেসরকারি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। বারাবার জানানো সত্বেও কারখানায় অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ দমকল।

দমকল সূত্রে খবর এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বেসরকারী ওই কারখানার শ্রমিকরা কারখানার ফার্নেসের অদূরে থাকা একটি ট্রান্সফর্মার থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন। অল্প সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রান্সফর্মারে আগুন লেগেছে বুঝতে পেরে দমকলে খবর দেয় কারখানা কর্তৃপক্ষই।

আরও পড়ুন -  Armaan Malik Third Wedding: বাড়িতে দুই বউ প্রেগন্যান্ট, তৃতীয়বার বিয়ে করে বাড়ি ফিরলেন আরমান

আরও পড়ুন -  Madhyamik Exam 2023 Tips: মাধ্যমিক ইতিহাসের ২ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়

এরপর বাঁকুড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকলের দাবী ওই কারখানায় আগুন নেভানোর কোনো পরিকাঠামো নেই। বিষয়টিকে নিয়ে বারংবার কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয় দমকলের তরফে। তারপরও কারখানা কর্তৃপক্ষ আগুন নেভানোর পরিকাঠামো তৈরী নেই। এই অবস্থায় আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হচ্ছে দমকলকে।

Priyabrata Goswami

Published by:Debalina Datta
First published:

Tags: Bankura, Fire Brigade