বাঁকুড়া: হাসপাতালের ভিতর থই থই করছে জল। তার মধ্যে দিয়েই যাতায়াত করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। এই ছবিই ধরা পড়ল বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। এই বিষয়টি হাসপাতাল সুপারও মেনে নিয়েছেন।
জানা গেছে হাসপাতালের বাথরুমের পাইপ ভেঙেই এই বিপত্তি ঘটেছে। ফলে জলে ভরে যায় হাসপাতালের গ্রাউন্ড, থার্ড এবং ফোর্থ ফ্লোর। আর তাতেই সমস্যার মুখে পড়তে হয় রোগী এবং তাঁদের আত্মীয়দের। এই বিষয়ে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভ নারায়ণ প্রসাদ জানান, বাথরুমের পাইপ ভেঙেই এই বিপত্তি হয়েছে। তাতেই হাসপাতালের তিনটি ফ্লোরে জল জমে গিয়েছে।
আরও পড়ুন: শুরু হল ইলেকট্রিক ভ্যানের নাইট পেট্রোলিং, আর চিন্তা নেই চন্দ্রকোনার
অ্যাডিনো ভাইরাসের প্রকোপ যখন বাড়ছে সেই সময় একটি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এইরকম পরিকাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নীলাঞ্জন ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।