দেবব্রত মণ্ডল, বিষ্ণুপুর, বাঁকুড়া: বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন জঙ্গলে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন ৬০ নং জাতীয় সড়ক লাগোয়া জঙ্গলে ভয়ানক আগুন লেগে যায়। সকাল থেকে দাউদাউ করে জ্বলছে আগুন। শুকনো পাতা প্রচুর পরিমাণে পড়ে থাকায় দ্রুত আগুন জঙ্গলকে গ্রাস করেছে।
আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন দ্রুত ছড়িয়ে যায় চারিদিকে। আগুন নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরাও সহযোগিতা করেন দমকলকর্মীদের সঙ্গে। আগুন নেভানোর কাজে হাত লাগান বিষ্ণুপুর পাঞ্চেত বিভাগের বনাধিকারিক অঞ্জন গুহ।
আরও পড়ুন : হাতে ৩ ফুটের সাদা সরীসৃপ! সাপের ছোবলে আক্রান্ত সর্পবিশেষজ্ঞ সেই বিষধরটিকে নিয়েই হাজির হাসপাতালে
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। জঙ্গলের উপর দিয়ে যাওয়া হাই টেনশন বিদ্যুতবাহী তারে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয় । সব মিলিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে বনদফতর এবং দমকল বিভাগ । সারারাত পর্যবেক্ষণে রাখা হবে সমগ্র জঙ্গল, জানান বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বন আধিকারিক অঞ্জন গুহ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।