হোম /খবর /বাঁকুড়া /
নড়বড়ে সেতু অন্ধকার নামলে মৃত্যু ভয় দেখায়!

Bankura News: রাতের অন্ধকার নামলেই ভয়ানক হয়ে ওঠে বাঁকুড়ার এই সেতু

X
title=

খারাপ সেতু সংস্কার না হওয়ায় গত বিধানসভা ভোট বয়কট করেন জামশোল গ্রামের বাসিন্দারা। দু'বছর পর আরও একটি নির্বাচন সামনে। কিন্তু এর মধ্যে সেতুটি সংস্কার করে উঠতে পারেনি জেলা প্রশাসন।

  • Share this:

বাঁকুড়া: প্রায় দশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ছাতনার জামশোল সেতু। এর উপর দিয়েই বাঁকুড়া ও বর্ধমান যাওয়ার বাসগুলি যায়। কিন্তু সেতুটির অবস্থা এতটাই খারাপ যে বাস এর উপর উঠলেই থর থর করে কাঁপতে থাকে। কার্যত প্রাণ হাতে নিয়ে প্রতিদিন এই সেতু পারাপার করতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা বারবার এই সেতু সংস্কারের কথা জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি।

আরও পড়ুন: যারা জীবনের ফুল ফোটান তাঁদের হাতেই এবার ফুলের ডালি

এই খারাপ সেতু সংস্কার না হওয়ায় গত বিধানসভা ভোট বয়কট করেন জামশোল গ্রামের বাসিন্দারা। দু’বছর পর আরও একটি নির্বাচন সামনে। কিন্তু এর মধ্যে সেতুটি সংস্কার করে উঠতে পারেনি বাঁকুড়া জেলা প্রশাসন। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা জানালেন সেতুটিতে কোন‌ও আলো নেই। ফলে সন্ধে হলেই চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। সেই পরিস্থিতিতেই বিপজ্জনকভাবে এই সেতুর উপর দিয়ে চলাচল করে গাড়ি ও মানুষ। বছর দেড়েক আগে সন্ধ্যেবেলায় এই সেতু দিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন জামশোল গ্রামেরই বাসিন্দা অরিজিৎ আচার্য।

এই প্রসঙ্গে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল বলেন, সেতুটি বহুদিন ধরেই বেহাল অবস্থায় আছে। সংস্কারের জন্য এর আগে কিছু টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু এলাকার মানুষ পূর্ণ সংস্কারের দাবি জানানোয় সেই টাকা ফেরত যায়। কিন্তু এমন একটি বিপদজনক সেতু কেন পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হলো না সেই প্রশ্নের কোন উত্তর দিতে চাননি শাসকদলের এই নেতা। প্রশাসনের কাছ থেকেও এই বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি।

নীলাঞ্জন ব্যানার্জী

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bankura news, Bridge