বাঁকুড়া: বাঁকুড়ার প্রাচীন পরিত্যাক্ত এক বহুতল থেকে মিলল হাড়গোড় ,এলাকায় চাঞ্চল্য। বাঁকুড়ার কালীতলা এলাকার প্রাচীন পরিত্যাক্ত একটি বহুতল বাড়ি থেকে হাড়গোড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গত কিছুদিন ধরেই রাতের অন্ধকারে পরিত্যাক্ত ওই বাড়িতে অদ্ভূত শব্দ শুনতে পাচ্ছিলেন প্রতিবেশীরা। আজ সকালে স্থানীয়রা বাড়ির ভেতরে ঢুকে দেখেন বাড়ির একটি খাটের উপর বেশ কিছু হাড়গোড় জড়ো করা রয়েছে। হাড়গোড়গুলি মানুষের? এই সন্দেহে পুলিশে খবর দেয় স্থানীয়রা: বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়গুলি উদ্ধার করে।
বাঁকুড়ার কালীতলা এলাকার অভিজাত পরিবার হিসাবে পরিচিত ছিল বন্দ্যোপাধ্যায় পরিবার। বর্তমানে পরিবারের সদস্যরা কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় বসবাস করেন। তাঁদের বিশাল তিনতলা বাড়ি গত কয়েকবছর ধরেই পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। গত কিছুদিন ধরেই সেই ভূতুড়ে বাড়ি থেকে অদ্ভূত সব শব্দ পাচ্ছিলেন প্রতিবেশীরা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িতে এখন অসামাজিক কাজকর্ম চলে। শব্দের উৎস খুঁজতে মঙ্গলবার সকালে বাড়িটির ভিতরে যান স্থানীয়রা। তখনই তাঁদের নজরে আসে বাড়ির একতলার একটি ঘরে তক্তার উপর বেশ কিছু হাড়গোড় জড়ো করা রয়েছে।
Priyabrata Goswami
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura