বাঁকুড়া: শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু হাতির ভয়ে বাঁকুড়া জেলার উত্তর বনভাগের বিস্তীর্ণ অঞ্চলের পরীক্ষার্থীদের টেনশনে ঘুম উড়ে যাচ্ছে। হাতির ভয়ে পরীক্ষা খারাপ হতে চলেছে বলে অভিযোগ স্থানীয় পরীক্ষার্থীদের। কিন্তু এবার হাতির হাত থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষা করতে এবার ময়দানে নামল "ঐরাবত"।
এই ঐরাবত এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে পরীক্ষা কেন্দ্রে। বাঁকুড়া জেলার উত্তর বন বিভাগের বিস্তীর্ণ অঞ্চলের পরীক্ষার্থীদের সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল বন দফতর। পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ গাড়ি। যার নাম "ঐরাবত"।
এই বিষয়ে ডাকাইসিনি গ্রামের রাণী সিংহ বলেন, হাতির ভয় তো ছিলই, তবে বন দফতর গাড়ির ব্যবস্থা করায় ভয় কিছুটা কমেছে। হাতি উপদ্রব এলাকা গুলিতে বনকর্মীদের টহল, এলিফ্যান্ট স্কোয়াড, পেট্রলিং ভ্যান ছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য এবার বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন, হাসপাতালই পরীক্ষাকেন্দ্র, সদ্যোজাত সন্তানকে পাশে নিয়ে মাধ্যমিক দিল ছাত্রী
আরও পড়ুন, জেলায় জেলায় শুরু মাইকিং! পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের
বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ৭৪ টি হাতি অবস্থান করছে। বেলিয়াতোড়ের রেঞ্জার মহিবুল ইসলাম বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা তো করা হয়েছে। এর পাশাপাশি জঙ্গল পথে প্রশিক্ষিত হুলা পার্টির সদস্যরা ও পুলিশ লাগাতার টহল দিচ্ছে বলেও তিনি জানান।নিলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Madhyamik Exam 2023