বাঁকুড়া: ইন্দাস থানার ভট্টাচার্য পরিবারের গৃহকর্তা মন্দিরে মন্দিরে পুজো করে অনেক কষ্টে নিজের একমাত্র কন্যার বিয়ে ঠিক করেছিলেন। হাতে ছিল মাত্র কয়েকটা দিন। তাই, তড়িঘড়ি করে যা কিছু উপার্জন ছিল সমস্ত কিছু দিয়ে মেয়ের বিয়ের জন্য শাড়ি গয়না থেকে শুরু করে বিয়ের যাবতীয় জিনিস কিনে ঘরে রেখেছিলেন। হঠাৎ করেই ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে ঘরে থাকা সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় একটি চোর।
একরাশ চিন্তা ও আতঙ্ক নেমে আসে পরিবারে। বহু খোঁজাখুঁজি করার পরও চুরি যাওয়া জিনিসপত্র খুঁজে না পেয়ে অবশেষে কাঁদো কাঁদো হয়ে হবু বিয়ের কনে দারস্ত হয় ইন্দাস থানার। বড়বাবুকে এসে সমস্ত কথা জানান। অভিযোগ দায়ের করা হয় ডিউটি অফিসারের কাছে। অভিযোগপত্র পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ। চুরি যাওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ Holi 2023 Weather Forecast|| হোলিতে বাঁকুড়া যাওয়ার টিকিট কেটেছেন? কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট
চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে ইন্দাস থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া চোরকে এবং চুরি যাওয়া সামগ্রী পাঠানো হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। আইনি প্রক্রিয়ার জটিলতা কাটিয়ে, আজ বাঁকুড়া জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ইন্দাস থানায় গিয়ে হবু কনের হাতে চুরি যাওয়ার সমস্ত কিছু তুলে দেন। ঠিক যেন প্রান ফিরে পেলেন ভট্টাচার্য পরিবারের প্রত্যেকটি সদস্য। কারণ সামনেই রয়েছে বিয়ে, হাতে মাত্র রয়েছে আর পাঁচটি দিন। আগামী ৯ই মার্চ বিয়ে স্বাগতা ভট্টাচার্যের। বিয়ের যাবতীয় জিনিস হাতে পেয়ে বাঁকুড়া জেলা পুলিশকে ধন্যবাদ জানাতে ভুললেন না ভট্টাচার্য পরিবার । এরপর মুখে এক গাল হাসি নিয়ে বাড়ি ফিরে যা স্বাগতা ভট্টাচার্য ।
আরও পড়ুনঃ মাত্র চার ঘণ্টায় লক্ষাধিক টাকার বিক্রি! বাঁকুড়ার 'রাম কচুরি' এখন ব্র্যান্ড, আপনি খেয়েছেন?
বিষ্ণুপুর মহকুমার ডিভিশনাল পুলিশ অফিসার জনাব কুতুব উদ্দিন খান জানান এটা আমাদের কাছেও একটি স্মৃতি হয়ে থাকবে কারণ সামনেই ৯ই মার্চ রয়েছে স্বাগতা ভট্টাচার্যের বিয়ে তার আগেই আমরা তাঁর বিয়ের জন্য কেনা যাবতীয় চুরি যাওয়া জিনিসপত্র ফেরত দিতে পারলাম ।
দেবব্রত মন্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Marriage, Police