হোম /খবর /বাঁকুড়া /
বর্বরতা বললেও কম হবে! খেলার অপরাধে বাঁকুড়ায় ১০ শিশুকে মারধরের অভিযোগ

Bankura News: বর্বরতা বললেও কম হবে! খেলার অপরাধে বাঁকুড়ায় ১০ শিশুকে মারধরের অভিযোগ

X
সমবায় [object Object]

Bankura News: পথ অবরোধ ও সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। এদিন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার রামডিহা এলাকায়।

  • Share this:

বাঁকুড়া: সমবায় সমিতির গোডাউনের সামনে খেলতে যাওয়ার অপরাধে দশজন শিশুকে মারধরের অভিযোগ। সেই অভিযোগ সামনে আসার পরেই পথ অবরোধ ও সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। এদিন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার রামডিহা এলাকায়।

পরে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে পদক্ষেপের আস্বাস দিলে অবরোধ উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকালে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের রামডিহা গ্রামের ১০ টি শিশু স্থানীয় চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির গোডাউনের সামনে খেলতে যায়। সেই অপরাধে ওই শিশুদের উপর চড়াও হয়ে সমবায় সমিতির ম্যানেজার সহ তিন কর্মকর্তা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত শিশুদের প্রথমে কোতুলপুরের গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজন শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় স্থানীয়দের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে ওই সমবায় সমিতির উপর। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন দুপুরে প্রথমে রামডিহা গ্রামের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির মূল দরজা বন্ধ করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন, অন্ধকারে আম বাগানের গভীরে ছাউনির তলায় হচ্ছেটা কী? এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের

আরও পড়ুন, ডেবরায় সাইবার ক্রাইম, ৪০ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি!

পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকেও পড়তে হয় বিক্ষোভের মুখে। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে পদক্ষেপ করার আস্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবী অবিলম্বে ম্যানেজার সহ সমবায় সমিতির অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতার করে শাস্তি না দেওয়া হলে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমবায় সমিতির ম্যানেজার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

DEBABRATA MONDAL

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Police