হোম /খবর /বাঁকুড়া /
দাউ দাউ করে জ্বলছে জঙ্গল! ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাঁকুড়াতে

Bankura News: দাউ দাউ করে জ্বলছে জঙ্গল! ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাঁকুড়াতে

X
দাউ [object Object]

কী কারনে বারবার আগুন লাগছে বাঁকুড়ার জঙ্গলে? পুড়ে ছারখার হয়ে যাচ্ছে গাছগাছালি। উত্তর নেই বনদপ্তরের কাছে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বাঁকুড়াঃ বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বাঁকুড়া জেলার অনেক না পাওয়ার মধ্যে একটি পাওয়া হল বাঁকুড়ার প্রকৃতির রূপবৈচিত্র। এই প্রকৃতির রূপবৈচিত্রের কারণে বাঁকুড়াকে বলা হয়‘রাড় বাংলার রানী’। কিন্তু প্রতিবছর অজ্ঞাত কারণে বাঁকুড়ার শাল মহুয়ার জঙ্গলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগে৷ আর এই আগুন লাগার ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জঙ্গলের বন্যপ্রাণীরা এবং বাঁকুড়া জঙ্গলগুলির অতি প্রাচীন গাছগাছালি। ক্ষতিগ্রস্ত হয় বাস্তুতন্ত্র।

বাঁকুড়া জেলার বনদপ্তরের কাছে তাই প্রতি বছরের মতোই এ বছরও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাঁকুড়ার ফুসফুস অর্থাৎ বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গলগুলিকে অগ্নি সংযোগের হাত থেকে রক্ষা করা। শুশুনিয়া থেকে গঙ্গাজলঘাটি, এবছর আগুন লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গল। এবার একই ঘটনা ঘটলো বিষ্ণুপুরে।

আরও পড়ুন: চন্দ্রহারে মুক্তোর লকেট! চাঁদ ও শুক্রের অবস্থানে বিরল দৃশ্য আকাশে! ১০০ বছরে আর হবে না!

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বনদপ্তরের বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্ত্তী বলেন, বনদপ্তরের সবসময় সদা সতর্ক থাকছে। জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে। তবে এদিন মোটামুটি ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল বলে তিনি জানান।

Nilanjan Banerjee

Published by:Ankita Tripathi
First published:

Tags: Bankura news, Forest Department