বাঁকুড়া: বাঁকুড়া জেলার আনাচে-কানাচে যেরকম লুকিয়ে রয়েছে হাজার হাজার না বলা গল্প সেই রকমই চোখের আড়ালে পরিচর্যা হীন হয়ে পড়ে রয়েছে লোকসংস্কৃতির বহু নিদর্শন। আসুন আজ আপনাদের নিয়ে যাই এক সংগ্রহশালায়। যেখানে বাঁকুড়া ছাড়াও গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পুতুল সংগ্রহ করে রাখা আছে। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী বাঁকুড়ার ভূমিপুত্র শ্রী মহাদেব মুখার্জি ওরফে শ্রী মহাদেব (স্নাতকত্তর) ব্যক্তিগত উদ্যোগে নিজের গৃহে স্থাপন করেছেন বিশেষ "পুতুলের সংগ্রহশালা" যা পরিচিত "পুতুল ঘর" নামে । প্রায় ১২০০ থেকে ১৩০০টি বিরল পুতুল সংগ্রহ করে রাখা আছে এই অদ্ভুত সংগ্রহশালায়।
বাইরে থেকে একটি পুতুল দেখতে সাধারণ লাগলেও। শিল্পীর হাতের কঠিন পরিশ্রম দিয়ে প্রত্যেকটি পুতুলই তুলে ধরছে এক একটি নতুন গল্প। পুতুলগুলি থেকে আমরা জানতে পারছি বাঁকুড়া সহ বিভিন্ন জায়গার লোকসংস্কৃতিক ইতিহাস। হারিয়ে যেতে বসেছে পুতুল, হারিয়ে যেতে বসেছে লোকসংস্কৃতির মহিমা। বাংলা তথা বিভিন্ন জায়গার লোকসংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে রাখতেই নিজের চেষ্টায় দীর্ঘ ১৭ বছর ধরে এই বিশাল বিরল পুতুল সম্ভার তৈরি করেছেন শ্রী মহাদেব মুখার্জি। এই সংগ্রহে রয়েছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের শিল্পী শিবশংকর রক্ষিতের মমি পুতুল থেকে আফ্রিকার তানজানিয়ার পুতুল পর্যন্ত।
আরও পড়ুন: বলিউডের টাইগার শ্রফ এবার বাঁকুড়ায়! ইন্টারনেটেই শিখে তাক লাগাচ্ছে খুদে জিমন্যাস্ট
নিষ্ঠা ভরে শিল্পচর্চার পাশাপাশি যতদিন পারবেন ততদিন যত্নসহকারে এই পুতুল ঘরকে পরিচর্যা করে যাবেন শ্রী মহাদেব। প্রত্যেকটি পুতুলের নাম এবং তার বৃত্তান্ত লিখে রেখে দিয়েছেন তিনি। সময় আসলে সকলের উপভোগ করার জন্য যোগ্য হস্তে দান করবেন নিজের শখের সংগ্রহশালাটি। উদ্দেশ্য একটাই যে ছড়িয়ে দিতে হবে লোকসংস্কৃতি ইতিহাস। জাগিয়ে তুলতে হবে লোকসংস্কৃতিক চেতনা। তাই যোগ্য এবং যথার্থ হস্তে ছাড়া এই পুতুলের সংগ্রহশালা হস্তান্তর করবেন না বলেই তিনি জানিয়েছেন।
Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Museum