বাঁকুড়া: গণেশের চপ আর রবির চা। জনসংযোগ যাত্রায় বাঁকুড়ার গোবিন্দপুরে এ ভাবেই সন্ধ্যায় সময় কাটালেন অভিষেক বন্দোপাধ্যায়। খাতরা থেকে ফেরার পথে তিনি নেমে যান বাঁকুড়ার গোবিন্দপুরে। সটান চলে যান গণেশ ঘোষের চপের দোকানে৷ সেখানে ডিমের চপের স্বাদ নেন। কথা বলেন দোকান ও আশেপাশে থাকা গ্রামবাসীদের সঙ্গে।
তাঁদের অভিযোগ, রাস্তা ও পানীয় জল নিয়ে। আশেপাশে চারটি গ্রাম আছে৷ কিন্তু রাস্তার অবস্থা যথাযথ নয়। অভিষেককে সে বিষয়ে জানান তাঁরা৷ তিনি এই বিষয়ে প্রশাসনকে জানাবেন বলে আশ্বাস দেন।
আরও পড়ুন: প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর
এরপরে অভিষেক যান ওই গ্রামেরই রবি মোদকের চায়ের দোকানে। সেখানে বাচ্চাদের লজেন্স দেন। সকলের আবদার মিটিয়ে দেদার সেলফি তোলেন৷ একই সঙ্গে কেন তিনি জনসংযোগ যাত্রা করছেন, সে বিষয়েও বিস্তারিত কথা বলেন। এদিন অবশ্য চায়ের দোকানেও গ্রামবাসীরা তাঁকে পানীয় জল না পাওয়ার অভিযোগ করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, TMC