বাঁকুড়া: প্রবল ঝড় বৃষ্টিতে রাজ্য সড়কে ভেঙে পড়ল গাছ। কোমর বেঁধে গাছ সরাবার কাজে হাত লাগালেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক জ্যোৎস্না মান্ডি।
তুমুল ঝড় বৃষ্টি! শনশনে বাতাসে ভেঙে পড়ে গাছপালা। আটকে গিয়েছিল এম্বুলেন্স অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে সাধারণ মানুষের সঙ্গে কোমর বেঁধে রাস্তা থেকে গাছ সরাবার কাজে হাত মেলালেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী এবং এলাকার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। এ বিষয়ে তিনি জানান যে মানুষের অসুবিধা হচ্ছিল বলেই মুশকিল আসান করতে তিনি এই কাজে সাধারণ মানুষের সঙ্গে হাত লাগিয়েছিলেন।
আরও পড়ুন: ঝড়বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পুকুরে! মর্মান্তিক পরিণতি স্থানীয় বাসিন্দার
এ দিন বিকেলের ঝড়ে বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রান্তে নামে প্রবল ঝড়-বৃষ্টি প্রবল ঝড়ে বাঁকুড়ার খাতরা থেকে রানীবাঁধ রাজ্য সড়কের উপর পড়ে যায় একাধিক গাছ। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে যানজট হয় এবং বন্ধ হয়ে যায় ওই রুটের যান চলাচল।
আরও পড়ুন: জামাইষষ্ঠীর মাংস-পোলাও হজম হল না…! শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরেই এ কী দেখলেন জামাই? চক্ষুচড়কগাছ!
যান চলাচল স্বাভাবিক করতে ময়দানে নামে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বেরিয়ে গাছ সরানোর কাজে হাত লাগালেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী এবং এলাকার বিধায়ক জ্যোৎস্না মান্ডি।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura