হোম /খবর /বাঁকুড়া /
প্রেমিকার অন্যত্র বিয়ে! বিচ্ছেদ না মানতে পেরে চরম পদক্ষেপ যুগলের

Bankura News: প্রেমিকার অন্যত্র বিয়ে! বিচ্ছেদ না মানতে পেরে চরম পদক্ষেপ যুগলের

Bankura News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার বনগ্রামের যুবক এবং যুবতীর। এই সম্পর্ক মেনে নিতে না পারায় যুবতীর অন্যত্র বিয়ের আয়োজন করে পরিবার।

  • Share this:

বাঁকুড়া: প্রেমের সম্পর্ক মেনে নিতে চায়নি পরিবার। প্রেমিকার অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছিল পরিবারের লোকজন। কিন্তু সেই বিচ্ছেদ মেনে নিতে পারেনি যুগল। তাই বিয়ের একদিন আগেই হাত ধরাধরি করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে চরম পদক্ষেপ তাঁদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া আদ্রা রেলপথের বনগ্রামের কাছে। রেল পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার বনগ্রামের যুবক এবং যুবতীর। এই সম্পর্ক মেনে নিতে না পারায় যুবতীর অন্যত্র বিয়ের আয়োজন করে পরিবার। আগামী সোমবার তাঁর বিয়ে হওয়ার কথা। বিয়ের সমস্ত আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু যুগল মেনে নিতে পারেনি এই বিচ্ছেদ।

আরও পড়ুন: জমিদারের জামাইকে ঠকানোর জন্য তৈরি হয়েছিল! আজও বাঙালির খুব প্রিয় 'এই' সন্দেশ, নাম জানেন?

আরও পড়ুন: সন্ধ্যাতেই এই জেলায় আসছে স্বস্তির বৃষ্টি, কমবে বৈশাখী দহনজ্বালাজানা যায়, শনিবার দুপুর এগারোটা নাগাদ যুগল একে অপরের হাত ধরে গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া রেললাইনে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। পরে খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ দু'টি রেললাইন থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। যুগলের মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর দু'টি পরিবারই সংবাদমাধ্যমের মুখোমুখি আসতে চায়নি।

প্রিয়ব্রত গোস্বামী
Published by:Sanchari Kar
First published:

Tags: Bankura, Bankura news