হোম /খবর /বাঁকুড়া /
একইমঞ্চে ১০ শিল্পীর জন্মদিন পালন, চেনা শহরের অচেনা রূপ

Bankura News|| একইমঞ্চে ১০ শিল্পীর জন্মদিন পালন, চেনা শহরের অচেনা রূপ

X
জন্মদিন [object Object]

Bankura News: একটি কেক কেটে জন্মদিন পালন করলেন ১০ জন। গুণী শিল্পীদের অভিনব উদ্যোগ।

  • Share this:

বাঁকুড়া: এক মঞ্চে একই দিনে একসঙ্গে পালিত হল ১০ শিল্পীর জন্মদিন। এই অভাবনীয় জন্মদিন উৎযাপন দেখা গিয়েছে বাঁকুড়া জেলার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মঞ্চে। যেখানে একই মঞ্চে উৎযাপিত হচ্ছে ১০ গুণী শিল্পীর জন্মদিন। একইসঙ্গে কেক কাটতে দেখা গেল ১০ জনকেই।

ব্যাপারটি ঘটেছে বাঁকুড়া জেলার 'চেনা শহরের অচেনা রূপ' নামের কোভিড গৃহবন্দিকালে সংগঠিত এক সংস্থার হাত ধরে। 'চেনা শহরের অচেনা রূপের" সভাপতি সুব্রত দরিপা জানান, ২০২০ সালে করোনার সময়ে গৃহবন্দি মনমরা বাঁকুড়াবাসীদের আনন্দ দিয়েই এই সংস্থার জন্ম দেন তিনি। বাঁকুড়া শহরের গুণী শিল্পীদের নিয়ে তৎকালীন সময়ে চলত সামাজিক মাধ্যমে লাইভ শো।

আরও পড়ুনঃ পথের কাঁটা সরাতে দ্বাদশ পড়ুয়া মেয়ের এ কী করল মায়ের প্রেমিক? লজ্জায় মাথা হেঁট চাকদহের

৩১ জানুয়ারি উৎযাপিত হল চেনা শহরের অচেনা রূপের সদস্যদের জন্মদিন পালন। মোট ১০ সদস্যের জানুয়ারি মাসে জন্মদিন থাকায় ৩১ তারিখটি বেছে নেওয়া হয়। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মঞ্চে নানা ধরনের নাচ, গান সহযোগে করা হয় এই অভিনব জন্মদিন পালন।

Nilanjan Banerjee

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bankura