Bangladesh elections 2018: উত্তপ্ত বাংলাদেশ! রাজনৈতিক সংঘর্ষে নিহত ৯, আহত বহু

News18 Bangla
Updated:Dec 30, 2018 04:01 PM IST
Bangladesh elections 2018: উত্তপ্ত বাংলাদেশ! রাজনৈতিক সংঘর্ষে নিহত ৯, আহত বহু
Photo: News 18 Network
News18 Bangla
Updated:Dec 30, 2018 04:01 PM IST

#ঢাকা: কঠোর নিরাপত্তাতেও এড়ানো গেল না হিংসা ৷ বেলা গড়াতেই সংঘর্ষের খবর প্রকাশ্যে এল ৷ বিএনপি এবং আওয়ামি লিগের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের দেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত একাধিক ৷

বাংলাদেশের একাদশতম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকেই ছিল উত্তেজনা তুঙ্গে ৷ বগুড়ায় বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টায় আওয়ামি লিগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিএনপি সমর্থকদের ৷ গুরুতর চোট পায় দু’জন ৷ তাদের মধ্যে মৃত্যু হয় ১জনের ৷ বগুড়ার পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মবেড়িয়া, নরসিংদী এবং কক্সবাজার এলাকায় হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় ৷ প্রতিটি এলাকা থেকেই একজন করে মৃত্যুর খবর মিলেছে ৷

অন্যদিকে, বরিশালের একটি ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে দুষ্কৃতীরা ৷ বিএনপির অভিযোগ, আওয়ামি লিগের মদতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা ৷ পাশাপাশি এদিন দুপুরে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের কাছে একের পর এক বিস্ফোরণ হয় ৷ তবে, এই বিস্ফোরণে মৃত্যুর খবর না মিললেও সংঘর্ষের জেরে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ অন্যদিকে, রক্তপাত হয়েছে চট্টগ্রামেও ৷

পাশাপাশি, আওয়ামি লিগের বিরুদ্ধে নির্বাচনের কারচুপির অভিযোগ এনেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন ৷

First published: 04:00:50 PM Dec 30, 2018
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर