#কলকাতা: চিকিৎসা না করে ফেলে রাখায় রোগীমৃত্যুর অভিযোগ। বাগুইআটির একটি নার্সিংহোমে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা। কৈখালির বাসিন্দা এয়ার ইন্ডিয়ার কর্মী ফিরোজ খানকে জ্বর ও পেটে ব্যথা নিয়ে ওই নার্সিংহোমে নিয়ে যান আত্মীয়রা। নার্সিংহোম থেকে সেই সময় টাকা দাবি করা হয়।
ফিরোজের পরিবার তৎক্ষণাৎ চিকিৎসার অনুরোধ করে পরে টাকা নেওয়ার কথা বলে। কিন্তু রাজি হয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। অভিযোগ, এরপরে একঘণ্টা ফিরোজ খানকে বিনা চিকিৎসায় ফেলে রাখায় মৃত্যু হয় তাঁর। ক্ষুব্ধ পরিবারের লোকেরা হাসপাতালে ব্যপক ভাঙচুর চালান। বাগুইআটি থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। পরে পরিবারের অভিযোগে এক চিকিৎসককে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ফিরোজ খানকে মৃত অবস্থাতেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।