#ফয়সলাবাদ: নেহাতই সাদামাটা ১০ ওভারের একটা প্রদর্শনী ম্যাচ। তাতে কিনা ছক্কার ছয়লাপ। মাত্র ২৬ বলে সেঞ্চুরি করে ফেললেন বাবর আজম।
বাবরকেই এক ওভারে ৬টা ছয় মেরে যুবি, শাস্ত্রীর স্মৃতি এদিন ফিরিয়েছিলেন শোয়েব মালিক। ফয়সলাবাদে মুখোমুখি হয়েছিল শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের রেড ও গ্রিন টিম।
শোয়েবের তাণ্ডবে ১০ ওভারে ২১০ তোলে রেড দল। ৬টা ছক্কা খাওয়ার জ্বালা ব্যাট করতে নেমেই পুষিয়ে দিলেন পাক ব্যাটসম্যান ২৬ বলে সেঞ্চুরির ফাঁকে মারলেন ৭টা বাউন্ডারি ও ১১টা ছয়। স্ট্রাইক রেট প্রায় ৪০০-র কাছাকাছি। তবে গ্রিন দলের উইনিং স্ট্রোকটা এল খোদ শাহিদ আফ্রিদির ব্যাট থেকেই। দেখে নিন সেই ইনিংসের কিছু ঝলক ৷
Babar Azam's excellent 100 off 26 balls at the Shahid Afridi Foundation match in Faisalabad #Cricket pic.twitter.com/dsKLLuyDE4
— Saj Sadiq (@Saj_PakPassion) December 24, 2017